1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীর সুন্দরী মাদকসহ বোয়ালমারীতে আটক বোয়ালমারীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাপ্তাহিক চন্দনা পত্রিকার পাঠক মেলার মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোয়ালমারী প্রেসক্লাবের মানববন্ধন বোয়ালমারীতে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০ সানোয়ার মেম্বারের কান্ড বোয়ালমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সমুন্নত রাখতে হবে- ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু আল আলী অটো ভাটায় মাটি চোরদের হামলায় ম্যানেজার মারাত্মক আহত রাইসা মনির কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন বোয়ালমারীতে পানিতে ডুবে অজ্ঞাত যুবকের মৃত্যু

ফরিদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়ালো

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৫৫৫ জন পঠিত

সোহাগ জামান,ফরিদপুর: ফরিদপুরে ক্রমেই বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। আজ মঙ্গলবার জেলায় নতুন করে ৮৯ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। ফলে জেলায় ২হাজার ছাড়ালা করোনায় আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সদর উপজেলায় সর্বোচ্চ ৭৪জনের করোনা সনাক্ত হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাব সুত্র মতে, ৩০জুন মঙ্গলবার পিসিআর ল্যাবে মোট ৩৭৬টি করোনার পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩৩ জনের করোনা পজেটিভ এসেছে এবং ২৪২ নেগেটিভ রিপোর্ট এসেছে আর ১টি রিপোর্ট ইনভেলিড এসেছে।

আজ ১৩৩ জনের মধ্যে ৬টি ফলোআপসহ ৯৫জন ফরিদপুর জেলার আর বাকী ৩৮ জন গোপালগঞ্জসহ অন্যন্য জেলার।
ফরিদপুরে ৮৯ জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলার ৭৪ জন, নগরকান্দা উপজেলার ৯জন, চরভদ্রাসন উপজেলার ১জন, ভাঙ্গা উপজেলার ৩জন, বোয়লমারী উপজেলার ১জন এবং আলফাডাঙ্গা উপজেলায় ১জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ফরিদপুর জেলায় এ পর্যন্ত মোট ২০৪৩ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৩৩৫জন এবং মোট মৃত্যু বরন করেছেন ২৫জন।

ফরিদপুর সদর উপজেলায় আজ ৭৪জন নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন,কমলাপুরের কামরুজ্জামান, শোভারামপুরের নাজিম মোল্যা, পূর্ব খাবাসপুরের ওহিদুল ইসলাম, রাজেন্দ্র কলেজের অরন্য দে, পশ্চিম খাবাসপুরের মিনি সাহা, উত্তম কুমার সাহা, ধুপখোলার মো.শাজাহান, মেডিকেল কলেজের আফসানা জাহান, আদমপুরের কাশেম শেখ, আলীপুরের বিপ্লব সাহা, জেলা কারাগারের মিজানুর রহমান, পুলিশ লাইনের সিরাজুল ইসলাম,কুদ্দুস আলী,লাজুক ফকির, নুর মোহাম্মদ, ইব্রাহিম, নতুন ডাঙ্গীর জোসনা বেগম, চরমঙ্গলকোটের শামীমা ইসলাম, কমলাপুরের আকাশ মোল্যা, শেখ আবুল কাদের, কানাইপুরের আবুল কালাম, কোতয়ালীর কবির, করিমপুর হাইওয়ে পুলিশের মহসীন আলী, গুহলক্ষিপুরের গিয়াসউদ্দিন আহমেদ, বিলমামুদপুরের জালাল শেখ, হ্যাপী আক্তার, মেডিকেল কলেজের সেলিম হোসেন, শম্পাপতি পান্ডে, ময়রাপট্টির শংকর চৌধুরী, নিখুরদীর জাহিদুল ইসলাম, করিমপুরের নাজিমুল খান, বাখুন্ডার বিপ্লব রায়, মেডিকেলের ডা. আবু সালেহ আহমেদ, মনিকা মন্ডল, মো.আলী হোসেন, কোতয়ালীর হারুন খান, শোলাকুন্ডুর হাসিনা খান, আলীপুরের আব্দুল্লাহ্ মোহাম্মদ, বিলনালিয়ার ইব্রাহিম, কোর্ট পুলিশের আলী আক্তার, সদরের ওমান চৌধুরী, দক্ষিন ঝিলটুলীর মমতাজ, সিরাজুল হক, নুরজাহান, সাদিপুরের সাইদুর, শোভারামপুরের আক্কাস, আলিপুরের জামাল উদ্দিন খান, সম্পা, সেলিনা খাতুন, চরকমলাপুরের আশরাফুল ইসলাম, গোয়ালচামটের মুক্তা, মিলন, ডোমরাকান্দির আবুল হোসেন, ঝিলটুলীর শহিদুল, মাসুদ আহমেদ, আফসানা, ডিসি অফিসের ইউসুফ শেখ, শোভারামপুরের মনরঞ্জন দাস, বিঞ্চু দাস, খোদাবক্স রোডের বিপ্লব সাহা, পায়েল সাহা, অরি সাহা, প্রসঞ্জিত সাহা, দক্ষিন আলিপুরের শহিদুল হক, শোভারামপুরের সাইলিশ ঘোষ, গোয়লচামটের আন্না কর্মকার, সিভিল সার্জন অফিসের আব্দুল কুদ্দুস, পূর্ব আলীপুরের সাজ্জাদ হোসেন, অম্বিকাপুরের ফরহাদ হোসেন, ডিআইবি বটতলার নাইমুজ্জামান বিশ্বাস, ঝিলটুলীর বিজয় বিশ^াস, রথখোলার পলে কুমার সাহা, এবং শিবরামপুরের চেীধুরী আহমেদ মাসুদ করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে জেলার অন্যান্য উপজেলায় নতুন আক্রান্ত ব্যাক্তিরা হলেন,
নগরকান্দা উপজেলার লিটন হোসেন নীলাখাতুন, মো.শাজাহান আলী, ইনহাক মোল্যা, মুক্তা, মশিউর রহমান, লাবনী আক্তার, পিপুল, সামি আক্তার। বোয়ালমারী উপজেলার শওকত হোসেন। আলফাডাঙ্গা উপজেলার নান্নু কাজী। চরভদ্রাসন উপজেলার বাবু।
ভাঙ্গা উপজেলার আসমা আক্তার, অঙ্কিতা মিত্র, জিয়াউর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!