1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় স্কুল গুলোর ফলাফলে ব্যাপক ধ্বস নেমেছে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় মাটির নিচ থেকে বের হচ্ছে দুর্গন্ধযুক্ত ধোঁয়া আলফাডাঙ্গায় ভূয়া দন্ত চিকিৎসককে ১বছরের কারাদণ্ড ও ১লাখ টাকা জরিমানা বোয়ালমারীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত এক মৎস্যজীবীর বৈঠার আঘাতে মধুমতি নদীতে নিখোঁজ অপর মৎস্যজীবী বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৩ বোয়ালমারীতে সাবেক মেম্বারের বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার-টাকা লুট বোয়ালমারীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মারামারি, আহত ৬ বোয়ালমারীতে পাটজাত পণ্য তৈরি ও হাতপাখা বাজারজাত করণ প্রশিক্ষণের উদ্বোধন

মজা আর বাস্তবতা দুটোই

  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৮৭২ জন পঠিত
“আমি পারতপক্ষে পুলিশদের এড়িয়ে চলি। আর মেলামেশা তো প্রশ্নই আসে না” এক নিঃশ্বাসে কথাগুলো বলে তিনি আমার দিকে তাকালেন। তাকানোর সে ভঙ্গিমায় মনে হলো আমি তার কথায় যদি একটুও আঘাত পাই বা রেগে যাই তাতে ওনার বিশেষ উদ্দেশ্য পূরণ হয়।
আবার এমনো হতে পারে উনি হয়ত আশা করে ছিলেন এর প্রতিত্তোরে আমি জিগেস করব কেন তিনি পুলিশদেরকে পছন্দ করেন না, কেন তিনি তাদের সাথে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না কিংবা কেন তার এই পেশাটির প্রতি এত নেতিবাচক ধারণা ?
তাকে হতাশ করে দিয়ে আমি না অপ্রস্তুত হলাম, না কোন প্রশ্ন করলাম। সামনে রাখা ধোয়া ওঠা চা ক্রমশ ঠান্ডা হচ্ছিলো। সেটিতেই একটা আয়েশী চুমুক দিয়ে তার দিকে খুব শান্ত ভঙ্গিতে তাকিয়ে বললাম পাবলিক যখন আমাদের এড়িয়ে চলে,বন্ধুত্ব করতে চায়না, তাতে আমাদের মন খারাপ হয়না বরং আমাদের অনেক সুবিধা হয়।
এবারে দেখলাম উনি সন্দেহের তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালেন। ভ্রু দুইটি উঁচিয়ে জানতে চাইলেন,
কেন?
আমি বললাম, যত কম লোক আমাদের সাথে মিশবে আমাদেরই তো সুবিধা। প্রায় সব পুলিশের যে সমস্যাটা ফেস করতে হয় তা হলো অফিসের খাটাখাটুনির সময় ছাড়াও দিন নেই রাত নেই সারাক্ষণ বহু শ্রেণীর মানুষ নিজেকে লতায় পাতায় আত্মীয়/পরিচিত পরিচয় দিয়ে বিচিত্র সব সমস্যা নিয়ে ফোন করে নিজের ব্যক্তিগত বহু মূল্যবান সময়টুকুর কৃচ্ছ্রসাধন করে।
সুতরাং খুব কম মানুষের সাথে মেলামেশার সবচেয়ে বড় সুবিধা হলো সময় অসময় বিবেচনা না করে কেউ এ ধরণের ফোন দিয়ে বলতে পারবে না,
কাগজপত্র ছাড়া বের হয়েছি গাড়িটা ছাড়িয়ে দাও, চোরাই মোবাইল সেট কিনে ব্যবহার করছিলাম এখন পুলিশ আমাকে থানায় ডেকে জেরা করছে আমি কোন ডাকাতি কেসে জড়িত কিনা,উদ্ধার করে দাও!
ফেরিঘাটে গাড়ির সামনে লম্বা সিরিয়াল টপকে আমার গাড়িটা আগে যাবার ব্যবস্থা করে দাও,বউ/বর পরকীয়া করছে কিনা জানতে আমাকে একটু খোঁজখবর করে বলে দাও, বন্ধুদের সাথে মজা করে মদ খেয়ে ছেলেটা রাস্তায় মাতলামি করছিলো।
দেখতে পেয়ে পুলিশ থানায় নিয়েছে। এ যাত্রায় মানসম্মানটা টিকিয়ে দাও,তেইশ বছরের মেয়েটা আমাদের অমতে এক বেকারের সাথে বিয়ে করে ফেলেছে,ওকে যেভাবে হোক ধরে আমাদের কাছে এনে দাও,জমি জমার বিরোধে মারামারি করেছি কিন্তু কোন ঝামেলায় যেতে চাই না একটু উপায় বলে দাও, হাসপাতালে প্রচুর ভিড়।
বেড পাচ্ছিনা। ব্যবস্থা করে দাও, বাস, ট্রেনের টিকিটের লাইনে বিরাট ভিড় তাই যেতে চাই না। আমারটা ম্যানেজ করে দাও,
অনলাইন শপিং করতে গিয়ে চিটেড হয়েছি।এখন ওদের শাস্তির ব্যবস্থা করে আমার টাকা উদ্ধার করে দাও,
কোটি টাকার লটারি জেতার লোভে এক লাখ টাকা প্রতারককে বিকাশ করে ফেলেছি উদ্ধার করে দাও,
বন্ধু/আত্মীয়কে ধার দেয়ার সময় কোন ডকুমেন্টস রাখিনি। এখন তারাই উল্টো পাওনাদার বনে গেছে,কি করব বলে দাও, খেলতে গিয়ে ছেলেটা তার বন্ধুর মাথা ফাটিয়েছে, ঝামেলা থেকে বাঁচিয়ে দাও,
প্রতিবেশীর গাছের ডাল আমার উঠোনে ছায়া ফেলে গাছপালা বাড়তে দিচ্ছেনা একটু শাসিয়ে দাও,
বারান্দা থেকে তোমার ভাবির শাড়ি, পেটিকোট চোরে নিয়ে গেছে,চোর ধরে দাও,
পাশের ফ্ল্যাটের নাচ গানের শব্দে ঘুমোতে পারছিনা, এদের ধরে নিয়ে যাও,
ইত্যাদি,ইত্যাদি,ইত্যাদি….
আমার উত্তরে উনি হয়ত আহত হলেন। প্রতিত্তোরে কিছু না বলে চুপ করে রইলেন বেশ কিছুক্ষণ।
আমিও আর কোন কথা বাড়ালাম না। কেন জানি তার এই নিরবতাটুকু আমার কাছে খুব উপভোগ্য বলে মনে হলো।
মনে মনে শুধু বললাম, যে দেশের প্রচুর সংখ্যক জনগণ আইনের প্রতি শ্রদ্ধাহীন,বোধ বুদ্ধি বিবেচনাহীন, চরম মাত্রায় অসহিষ্ণু, অধৈর্য্য, অন্যকে ফাঁসাতে মিথ্যার আশ্রয় নেয়,
অল্পতে রেগে গিয়ে বড় সড় বিবাদ বাধাতে ওস্তাদ এবং নিয়ম কানুনের তোয়াক্কা না করাটাকে নিজের স্মার্টনেস ও ক্ষমতাবান হিসেবে প্রকাশ করার মাধ্যম মনে করে এবং সেই সাথে পুলিশের সাথে সখ্যতা তৈরি করে।
এই উদ্দেশ্য নিয়ে যে নিজের অপকর্ম থেকে তারা তাকে উদ্ধার করতে পারবে কিংবা কোন অবৈধ,অনৈতিক সুবিধার ব্যবস্থা করে দেবে তারা যদি পুলিশকে এড়িয়ে চলতে চায় তা কি এদেশের পুলিশদের জন্য মন খারাপ করার মত কোন বিষয়?
নাকি বিরাট কোন আশির্বাদ ?
লেখক পরিচিতি, সাবেক অফিসার ইনচার্জ বোয়ালমারী থানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!