1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাপ্তাহিক চন্দনা পত্রিকার পাঠক মেলার মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোয়ালমারী প্রেসক্লাবের মানববন্ধন বোয়ালমারীতে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০ সানোয়ার মেম্বারের কান্ড বোয়ালমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সমুন্নত রাখতে হবে- ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু আল আলী অটো ভাটায় মাটি চোরদের হামলায় ম্যানেজার মারাত্মক আহত রাইসা মনির কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন বোয়ালমারীতে পানিতে ডুবে অজ্ঞাত যুবকের মৃত্যু বোয়ালমারীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বোয়ালমারীর সাংস্কৃতিক অঙ্গনের আলোকিত মানুষ আমাদের পিরুদা

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৭৯৫ জন পঠিত
অসিত ভট্টাচার্য (পিরু ঠাকুর) একাধারে কবি, জ্যোতিষী, গীতিকার, অভিনেতা। তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি আঞ্চলিক ইতিহাস সংগ্রক।
আমি কারো কাজে ঈর্ষান্বিত হইনা কখনওই কিন্তু পিরুদাদার প্রতিভাকে ঈর্ষা করি।তাঁর অভিনয় দেখে ঈর্ষা জাগে, আহা- একজন রক্তমাংসের মানুষ কীভাবে অভিনয়কে নিজের ভেতর এমন সরলভাবে ধরণ করে।
বেশ কিছু নাটক ও দুটি শখের যাত্রাপালায় তাঁর সাথে অভিনয় করার সৌভাগ্য আমার হয়েছে। ‘নবাব সিরাজুদ্দৌলা’ যাত্রাপালায় ‘গোলাম হোসেনে’র চরিত্রে যে অনবদ্য অভিনয় তিনি করেছেন- সে স্তরে পৌঁছাতে আমার সাত জনমের সাধনা করতে হবে।
গাজী শামসুজ্জামান খোকন চাচার লেখা ‘অবশেষে ওরা’ নাটকে প্রয়াত সঞ্জীব কুমার বকশি স্যারের সাথে দার্শনিক ও জ্যোতিষী চরিত্রে তত্ত্ব বিষয়ক যে মধুর ঝগড়া হয়েছিল, তাকে অভিনয় নয়, মনে হয়েছে দুজন আওড়াচ্ছে বাস্তবের কথাপোকথন।
ধর্মীয় বিশ্বাসের কারণে যদিও আমার জ্যোতিষবিদ্যায় আস্থা নেই, তবুও গ্রহ নক্ষত্রের প্রভাব বৈচিত্ত্য জীব-জীবনের উপর প্রতিফলিত হয়, এটা অমাবস্যা পূর্ণিমাতিথিতে পরিলক্ষিত হয়। আর এ বিদ্যায় বেশ খ্যাতি রয়েছে পিরুদার। আমাদের নাটকের অভিভাবক প্রয়াত রাজনীতিবিদ আবু দেওয়ান কাজল মামাকে নিয়ে তাঁর জ্যোতিবিদ্যার বাণী শতভাগ মিলে যেতে দেখেও এ বিদ্যায় আস্থা না থাকায় বিশ্বাস না করলেও তাঁর প্রতি সম্মানহারা হয়নি আমার হৃদয়।
যে কোন বিষয়ে তাকে গান লেখে দিতে বললে, তিনি তা লেখে দিতে পারেন অনায়াসে। বাংলাদেশ টেলিভিশনের জন্য আঞ্চলিক অনুষ্ঠান ‘নিবেদন’ এর জন্য বোয়ালমারীর ইতিহাস সমৃদ্ধ একটি জারি গানের প্রয়োজনে আমরা যখন দিশেহারা, তখন পিরুদা সে দায়ীত্ব নিয়ে একটা জারি গান লেখে দিয়েছিলেন। যা দেখে বিটিভির প্রযোজক সিরাজুল ইসলাম যে ভূয়সী প্রশংসা করেছিল, তা এখনো আমার কানে বাজে।
১৯৯৩/৯৪ খ্রিস্টবাদে বোয়ালমারীর যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না, না মোবাইল, আর না রাস্তা-সড়ক। আমরা তখন নাটকের রিহার্সাল করতাম বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি রুমে কখনওবা মাঠে। সাইকেলে আসতেন পিরুদা। সময় জ্ঞানে এতটাই সচেতন ছিলেন যে বাবু জীবন কৃষ্ণ পাল ও পিরুদার এক মিনিট এদিক ওদিক হতো না। গুনবহার হরিহরনগর থেকে মাটির রাস্তা দিয়ে গ্রীষ্ম-বর্ষা-শীত এমন কোন ঋতু নেই তাঁর সময়ের ব্যত্যয় ঘটেছে। কোন দিন দেখেছি সাইকেলের চাকা কাদাজলে একাকার। কাদা ভেঙ্গে আসতে হতো আবার ফিরতেও হতো একই রাস্তায়।
২০১১তে জর্জ একাডেমির শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা যখন রাতে রিহার্সাল করতাম তখন কোনো কোনো দিন রাত ১০/১১টা বেজে যেত। পিরুদা সেই রাতে সাইকেল নিয়ে একাএকা বাড়ী ফিরতেন।এখনও এই পৌঢ় বয়সে ডাক দিলেই তিনি ছুটে আসেন সাংস্কৃতিক কর্মকান্ডে। দেখা হলেই তার উৎসাহ-উদ্দীপনা দেখে আমাদের লজ্জা পেতে হয়।
আমি যখন কোন ইতিহাস নিয়ে কাজ করতে মনস্থির করি তখন সবার আগে ছুটে যাই পিরুদা ও কাজী হাসান ফিরোজ ভাইয়ের কাছে। বিশেষ করে ঐতিহাসিক স্থান ও তার আদ্যপ্রান্ত এমন ভাবে পিরুদা বলেন -মনে হয় তিনি ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন।
তার সবচেয়ে বড় গুণ তিনি হতাশার জগত থেকে যে কাউকে আশার জগতে নিয়ে যেতে পারেন আলাপের মাধুর্যময়তায়। তার সাথে যারা কথা বলেনি তারা জানেনা কী বলিষ্ঠ আশাবাদী মানুষ তিনি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত পিরুদার মেধা আর কর্মে দীর্ঘায়ু কামনা করি।
                                                                 লেখক : আমীর চারু বাবলু. সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!