বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় মাটির নিচ থেকে মাসখানেক ধরে দুর্গন্ধযুক্ত ধোঁয়া বের হচ্ছে। প্রথম দিকে অল্প হলেও দিন দিন ধোঁয়ার পরিমান বাড়ছে। এনিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল দেখা দিয়েছে। সেইসাথে রোগী ও স্বজনদের মাঝে এক ধরনের আতংক বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত প্রায় এক মাস ধরে এখানে ধোঁয়া বের হচ্ছে, প্রথমে অল্প ছিলো এখন অধিক পরিমাণে দুর্গন্ধযুক্ত ধোঁয়া বের হচ্ছে। এটাকে ঘিরে জনসাধারণের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, হাসপাতাল আঙ্গিনায় একটি বিদ্যুৎতের খুটির গোড়ার ৬ থেকে ৭ ফিট জায়গা নিয়ে ছোট ছোট ১০ থেকে ১২ টি গর্ত দিয়ে অনবরত ধোঁয়া বের হচ্ছে। জায়গাটা গরম হয়ে উঠেছে। ধীরে ধীরে ধোঁয়ার প্রশস্ততা ও তীব্রতা বাড়ছে। ধোঁয়া বের হওয়ার সময় গর্তগুলোর মুখ থেকে শোঁ শোঁ আওয়াজ শোনা যাচ্ছে।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রায় মাস খানেক ধরে এখানে ধোঁয়া দেখতে পেয়ে প্রথমে সাধারণ আগুনের ধোঁয়া মনে হয়েছিল। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টির পরও দুর্গন্ধযুক্ত ধোঁয়া ও জায়গাটি গরম হলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তারা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো: নাজমুল হাসান বলেন, বেশ কিছুদিন যাবত হাসপাতাল চত্বরে একটি বৈদ্যুতিক খুটির গোড়া থেকে ধোঁয়া বের হচ্ছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ধোঁয়াও বেড়েছে, কারন জানার জন্য ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিস কেও জানিয়েছিলাম কিন্তু বিদ্যুৎের লোকজন নিশ্চিত করেছেন এখানে ওনাদের কোনো বিদ্যুতের লাইন সংযোগ নেই। পরে ইউএনও স্যারকে বিষয়টি অবহিত করা হয়েছে। উনি ধোঁয়া উদগীরণের সঠিক কারন নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করছেন, সঠিক কারণ জানার পরে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে আপতত ওখানে সতর্কতা মুলক লাল প্লাগ টানানো হবে যেন কেউ ক্ষতির সম্মুখীন না হয়।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তানভির হাসান চৌধুরী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে নক করেছি আশানুরূপ কোনো সারা এখনো পায়নি তবে চেষ্টা অব্যাহত রেখেছি। যেহেতু সেনসেটিভ বিষয় সেহেতু সাধারনের সতর্কতার জন্য বলে এসেছি। সংশ্লিষ্ট কেউ এসে তদন্ত করলেই সঠিক কারন ও সমাধান জানাযাবে।
এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহ্মুদুল হাসান বলেন, বিষয়টি জানা নেই। আপনার মাধ্যমেই জানতে পারলাম। দ্রুত এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply