বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বড়গাঁ নতুন বাজারে একজন বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
নিহতের নাম মো. নাসির মোল্যা (৪৫)।
৭ জুলাই সোমবার সকাল সাড়ে দশ-টার দিকে উপজেলার বড়গাঁ নতুন বাজারে এ ঘটনা ঘটে।সে বোয়ালমারী উপজেলার সীমান্ত ঘেঁষা আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা গ্রামের মো. আমীর হোসেন মোল্যার ছেলে।
জানা যায়, মো. নাসির মোল্যা অভ্যন্তরীন নৌপরিবহন জাহাজের মাস্টার হিসেবে চাকরিরত ছিলেন। ছুটিতে বাড়ি এসে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ নতুন বাজারে নিজ মালিকানাধীন জমিতে একটি দোকান নির্মাণের কাজে হাত দেন তিনি। সোমবার সকালে নবনির্মিত দোকানের ফ্লোরের ঠালাইতে পানি দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন সে।স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক টুম্পা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশকে জানানোর আগেই স্বজনেরা তার মৃতদেহ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
বোয়ালমারী থানার পরিদর্শক তদন্ত (ওসি তদন্ত) আল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন – হাসপাতাল থেকে স্বজনরা মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে আছি। নিহতের বাড়ি পার্শ্ববর্তী আলফাডাঙ্গা থানাধীন। আলফাডাঙ্গা থানাকে বিষয়টি অবগত করা হয়েছে। দুই থানা পুলিশ সম্মেলিত ভাবে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিবে।
আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম জানান- বোয়ালমারী থানার থেকে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম মৃতের বাড়িতে পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাস্থল বোয়ালমারী থানাধীন তাই পরবর্তী আইনানুগ ব্যবস্থা তারা গ্রহণ করবে। আলফাডাঙ্গা থানা পুলিশ এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে।
Leave a Reply