বোয়ালমারী প্রতিনিধি:ফরিদপুরের বোয়ালমারীতে নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার চরাঞ্চলের সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের খরসূতী সরকারি কলেজের চত্বরে উপকারভোগীদের মাঝে উন্নত জাতের মুরগী ও প্রাণী খাদ্য বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীকে ২৫টি করে উন্নত জাতের মুরগি ও ৩ বস্তা (৭৫ কেজি) চিকেন ফিড তুলে দেওয়া হয় ।
প্রাণী ও খাদ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ। উপকার ভোগীদের উদ্দেশ্য তিনি বলেন – পশুপাখী পালনের মধ্য দিয়ে আপনাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এতে আপনাদের বেকার সমস্যা সমাধান ও দারিদ্র বিমোচন ও জীবনযাত্রার মান উন্নত হবে। একই সাথে ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধির ফলে আমিষের চাহিদা পূরণ হবে। পশু-পাখি পালনের জন্য ইতোমধ্যেই খামার ব্যবস্থাপনার কথা জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা। পশু পাখি পালনে আপনাদের নিজেদেরও জ্ঞান আছে , উন্নত মানের স্বাস্থ্য পরিচর্যা, উন্নত প্রযুক্তির সেবা প্রদানের ব্যবস্থা রেখেছে দপ্তরটি আপনারা এগুলো যথাযথ ভাবে পালন করলে অপার সম্ভাবনাময় আয়ের উৎস সৃষ্টি করতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী, ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা, খরসূতী সরকারি কলেজের অধ্যক্ষ মো. সাদীন-উর-রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফর রহমান প্রমুখ।
বোয়ালমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী জানান – আমাদের দেশে উন্নত প্রযুক্তিতে পশু পালন না হওয়ায় প্রাণিসম্পদের উৎপাদনশীলতা ও উৎপাদন দক্ষতা মোটেই সন্তোষজনক নয়। এছাড়া রোগের প্রাদুর্ভাব, অনুন্নত প্রযুক্তি, খামার ব্যবস্থাপনার অভাব, নিন্ম মানের স্বাস্থ্য পরিচর্যা ও কারিগরি সেবা, অপর্যাপ্ত কারিগরি জ্ঞান নদী বিধৌত চরাঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়ন ও উৎপাদনের প্রধান অন্তরায়। এসব দিক লক্ষ্য রেখে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নদী বিধৌত চরাঞ্চলের মানুষের হাতে বিশেষ করে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে এ প্রকল্প।
উপজেলার দুইটি ইউনিয়নের ১২৫ জন উপকার ভোগীকে প্রতিজন ২৫ টি মুরগী ও ৭৫ কেজি (৩বস্তা) প্রাণী খাদ্য উপকরণ ফিড বিতরণ করা হয়েছে। এ প্রকল্প অব্যাহত থাকবে।
Leave a Reply