বোয়ালমারী প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালি, আলফাডাঙ্গা) আসন থেকে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তিন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার বিকাল ৫টা পর্যন্ত এসব প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। বিএনপি, জামায়াত, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, খেলাফত মজলিস ছাড়াও বিএনপি, এনসিপির বিদ্রোহী প্রার্থীসহ ৮ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি শারাফাত হুসাইন, বাংলাদেশ কংগ্রেস মনোনীত খালিদ বিন নাসির, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মৃন্ময় কান্তি দাস, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন- এনসিপির জেলা কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর, বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি সামসুদ্দিন মিয়া ঝুনু, অস্ট্রেলিয়া প্রবাসী বিএনপি নেতা ড. মো. শাহবুদ্দিন আহমেদ, বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের স্ত্রী লায়লা আরজুমান বানু, ডা. গোলাম কবির, দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান দোলন, আব্দুর রাজ্জাক জুট মিলের স্বত্বাধিকারীরা আবুল বাসার খাঁন এবং আব্দুর রহমান জিকো।
এ আসনে মোট জনসংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৭৭৮ জন। হালনাগাদ ভোটার তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১০ হাজার ৩৮০ জন। এর মধ্যে নারী দুই লাখ ৫০ হাজার ৯৩০ জন, পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৪৪৯ জন আর তৃতীয় লিঙ্গের একজন। এবার এ আসনে নতুন ভোটার সংখ্যা বেড়েছে ৫ হাজার ৯১৯ জন। আসনটিতে ১৯৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে বোয়ালমারীতে ৭৮টি, মধুখালীতে ৭৯ টি এবং আলফাডাঙ্গায় ৪০টি ভোট কেন্দ্র রয়েছে।
Leave a Reply