বোয়ালমারী প্রতিনিধি:শৈত্যপ্রবাহের কনকনে শীত উপেক্ষা করে গভীর রাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।
রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে শীতবস্ত্র হাতে নিয়ে তিনি নিজেই পৌঁছে যান অসহায়, বয়স্ক ও দুস্থ মানুষের দোরগোড়ায়। এসময় তিনি বোয়ালমারী রেলওয়ে স্টেশন, গোহাটায় থাকা ছিন্নমূল মানুষসহ কয়েকটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন। এছাড়াও বাস্তুহারা, ছিন্নমূল, জেলার বাইরে থেকে আসা কৃষি শ্রমিক, ভ্যানচালক ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ করে জেলার বাইরে থেকে কাজের সন্ধানে আসা কৃষি শ্রমিকদের সাথে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন ও তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন । কর্মব্যস্ত সময় কাটিয়ে গভীর রাতে মানবিক এমন কাজে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, সারাদেশে শৈত্য প্রবাহ চলছে, এই শীতে ছিন্নমূল মানুষ যেন কষ্টে না থাকে—এটাই আমাদের চেষ্টা। মানুষের শীত কষ্ট লাঘবে উপজেলা প্রশাসনের এ চেষ্টা অব্যাহত থাকবে।
Leave a Reply