বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সাবেক চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সনাতনী মতুয়া সম্প্রদায়ের মহাসমাবেশ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সাতৈর ইউনিয়নে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক তীর্থস্থান কয়ড়া কালীবাড়ি মন্দিরে শুক্রবার বিকালে এই সমাবেশ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার হিন্দু নারী পুরুষ অংশগ্রহণ করেন।
চারশত বছরের পুরাতন হিন্দিদের ঐতিহাসিক তীর্থ স্থান কয়ড়া কালীবাড়ি মন্দিরে সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুবাস সাহার সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী, খন্দকার নাসিরুল ইসলাম।
তিনি বলেন-“বিএনপি নামের দলটি মানুষের উপর অত্যাচার জুলুম, নির্যাতনের জন্য জন্ম হয়নি। আমাদের দলের মূলমন্ত্র একটি আমরা এদেশের মানুষকে দলমত নির্বিশেষে ভালোবাসা দিতে চাই, এ দলটির জন্ম হয়েছে মানুষের কল্যাণের জন্য যার প্রমাণ আমাদের সদ্য প্রয়াত চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যাচার নির্যাতন সহ্যকরে আমৃত্যু প্রমাণ করে গেছেন। তিনি বলেছেন- আমার অন্যকোনো দেশে ঘর নেই, আত্মীয় স্বজন নেই, এ দেশীই আমার ঘর, এদেশের মানুষই আমার আত্ময় স্বজন। আমি তাদের ছেড়ে কোথাও যাব না। বিশ্বের সকল দেশের রাষ্ট্রদূতগণ তার জানাজায় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ। মানুষ তারা জানাজায় অঝোরে কেঁদেছে। আমি ভোট প্রার্থনা করতে আসিনি আপনাদের ভালবাসা দিতে এসেছি ভালোবাসা নিতে এসেছি। ”
প্রার্থনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার সাহা, রূপালী ব্যাংকের সাবেক জিএম অশোক সিংহ রায়, বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, বিশিষ্ট শিল্পপতি দেলোয়ার হোসেন, গোপালগঞ্জের কাশিয়ানী আইএইচটি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সুমন রায়, আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যাপক প্রবীর বিশ্বাস প্রমুখ।
সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও সামষ্টিক প্রার্থনা করা হয়।
Leave a Reply