বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে হতদরিদ্র ভ্যান চালকের শেষ আশ্রয়স্থল বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে বসত ঘর, রান্নাঘরসহ একটি একচালা ছাপড়ায় থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
রবিবার দুপুরে দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের রেনিনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, গ্রামটি মৃত আব্দুল গণি শেখের ছেলে কালাম শেখ (৮০) স্ত্রী ও নাতি ভ্যান চালক সজীব শেখের পরিবার নিয়ে বসবাস করতেন।রবিবার দুপুরে সজীব শেখের স্ত্রী রাবেয়া বেগম রান্না করার সময় ছেলের কান্না থামাতে ঘরে গেলে অসাবধানতা বসত চুলার আগুন প্রথমে রান্নাঘরে লেগে যায় ও রান্নাঘর লাগোয়া দুটো ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঘর তিনটি ভস্মীভূত হয়ে যায়। এসময় পার্শ্ববর্তী মসজিদের মাইকে থেকে আগুন নিভাতে সাহায্য চেয়ে প্রচারণা চালালে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততসময় ঘর দুটোর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত সজীব শেখের স্ত্রী রাবেয়া বেগম জানান- আমাদের পরনের কাপুড় ছাড়া আর কিছুই নেই। আগুনে সব পুড়ে গেছে। দুই সন্তান নিয়ে দাদার ঘরে থাকতাম এখন সেই আশ্রয় টুকুও শেষ হয়ে গেলো।
বৃদ্ধ কালাম শেখ জানান- অনেক কষ্ট করে ঘরটা তুলে ছিলাম। আমার নাতি ভ্যান চালিয়ে কোনো মতে ছেলে মেয়েদের নিয়ে চলে, আমার ঘরেই থাকতো। আগুন আমাদের সব শেষ করে দিয়ে গেলো।
Leave a Reply