বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের পক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি বোয়ালমারী ডাকবাংলো প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলো মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফছার উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের অংশ হয়ে আছে। তাঁরা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি খান আতাউর রহমান, মিজান কাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, বিএনপি নেতা হেলাল মিয়া, মহিবুল ইসলাম তুহিন, লিয়াকত হোসেন, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক সঞ্চয় কুমার সাহা, উপজেলা কৃষকদলের সভাপতি লুৎফর রহমান, পৌর কৃষকদলের আহ্বায়ক বজলুর করিম চান, সদস্য সচিব দুলু চৌধুরী, জেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হুসাইন, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু, সদস্য সচিব আল আমিন, যুগ্ম আহ্বায়ক মহসিন আলম চান, সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু কালাম, পৌর মৎসজীবিদলের সদস্য সচিব কামাল বিশ্বাস, সাবেক ছাত্রদলের সভাপতি হাসিবুল হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিব প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply