1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই- সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তেলজুড়ী মেলা কমিটির মতবিনিময় বোয়ালমারীতে আগুনে দরিদ্র ভ্যানচালকের শেষ আশ্রয় ভস্মীভূত প্রাণের উচ্ছ্বাসে জেগে উঠেছিলো কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে পাইপ বিনষ্ট ও জরিমানা শেষবারের মতো একমাত্র সন্তানের মুখ দেখতে চায় শোকে মহ্যমান মা বোয়ালমারীতে বিদেশী পিস্তল উদ্ধার বোয়ালমারীতে সাবেক এমপি খন্দকার নাসিরের সাথে সাংবাদিকদের মতবিনিময় জমি কিনে জালিয়াতির শিকার প্রবাসী দু’ভাই

বোয়ালমারীতে ইউএনওর ব্যতিক্রম উদ্যোগ

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৬৯২ জন পঠিত

আমীর চারু বাবলু : ঘড়িতে তখন দুপুর ২ টা বাজে। বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে এসে থামলো একটা লাল রংয়ের গাড়ি। করোনাকালে এই গাড়িটা এত বেশী এ এলাকায় ছুটে বেড়িয়েছে তার হিসাব নিকাশ নেই। কখনও এসেছে ত্রাণ নিয়ে, কখন স্বাস্থ্য সচেতনায় লিফলেট নিয়ে,কখনো স্বাস্থ্য বিধি নিশ্চত করতে,কখনও করোনার রোগীর বাড়ীতে লকডাউন নিশ্চত করতে, আবার কখনও এসেছে লকডাউনকৃত বাড়ীঘরে খাদ্য সামগ্রী নিয়ে।

আবার মাঝে মাঝে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদলতও বসিয়েছে। জেল জরিমানা করেছে অসাধু ব্যবসায়ী ও আইন অমান্যকারীদের, তেমনি আবার সাধারণ মানুষে দুঃখ দুর্ভোগের কথা জেনে তাদের পাশেও ছুটে এসেছে এই গাড়ী আর গাড়ীটি যার নামে পরিচিত তিনি। একনজর দেখলেই সবাই চিনে ফেলেন এই গাড়ী আর গাড়ীটির মালিককে।

হ্যাঁ উপজেলার সবার পরিচিত লালগাড়ীটা বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের। গাড়ীটি থামার সাথে সাথেই মুহূর্তের মধ্যে গাড়ি থেকে নেমে এলেন ইউএনও মহোদয়ের দুই সহকারী। হাতে খাবার প্যাকেট। নেমে এলেন ইউএনও মহোদয়ও কুশালাদি জিজ্ঞেস করলেন ট্রাক থেকে পণ্য খালাস করতে থাকা শ্রমিকদের সাথে। তারপর তাদের হাতে তুলে দিলেন গরম খাবারের প্যাকেট সাথে প্রত্যেকের জন্য ১ টি করে মাস্ক। এরপর পর্যায়ক্রমে একই বাজারে যাত্রীদের জন্য অপেক্ষমান ভ্যানচালকদের মাঝেও বিতরণ করা হলো একই খাবারের প্যাকেট।

এভাবে পর্যায়ক্রমে বাইখীর চৌরাস্তা, গুনবহা তালতলা ব্রীজ এলাকা, ওয়াপদা মোড়, বোয়ালমারী চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় দিনমজুর, ভিক্ষুক, ভ্যানচালক ও ছিন্নমূলদের মাঝে নিজ অর্থায়নে, নিজ হাতে খাদ্য বিতরণ করলেন বোয়ালমারীর ইউএনও ঝোটন চন্দ। আকস্মিকভাবে এভাবে খাবার পেয়ে অনেকেই খুশি হয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন এই মহতী উদ্যোগকে।

খোঁজ নিয়ে জানা যায়, তিনি নিজ অর্থায়নে প্রতি সপ্তাহে অন্তত ১ বার এক’শ জন দুঃস্থ, দিনমজুর, এতিম ও অসহায় লোকদের মাঝে খাবার সরবরাহের এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ” অনেকে আগে থেকেই এই উদ্যোগ বাস্তবায়নের ইচ্ছা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে এখন থেকে খাদ্যাভাবে থাকা অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যহত থাকবে।” সাধারণ মানুষের পাশে বোয়ালমারীর ইউএনও মহোদয়ের মত দেশের সকল জন প্রশাসকগণ এভাবে দাঁড়ালে, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বর্তমান সরকার এগিয়ে যেত অনেকটা পথ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!