বোয়ালমারী প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারীতে একটি বিদেশী পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করেছে যৌথ বাহিনী । তবে এঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে জনমনে ত্রাস ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকার বাসিন্দা বাবলু কাজীর ছেলে রবিন কাজীর বাড়ি ঘেরাও করে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় রবিন কাজী। এসময় ঘর তল্লাশি করে ঘরের ভেতর সেল্ফ তাকে রাখা তৈজসপত্রের ভেতর থেকে একটি বিদেশী পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালমারী থানা পুলিশের নিকট আগ্নেয়াস্ত্রটি হস্তান্তর করে সেনাবাহিনী ।
থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত রবিন কাজী দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছে। ইতোপূর্বে একাধিকবার তাকে মাদকসহ গ্রেপ্তার করে থানা পুলিশ। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
এবিষয়ে জানতে চাইলে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল হাসান অস্ত্র উদ্ধারের বিষয় নিশ্চিত করে বলেন,“যৌথবাহিনী রবিন কাজীর ঘরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে। সে বর্তমানে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
Leave a Reply