1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে আহত ১০

  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরসদরে পাগলা ঘোড়ার কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে তাকেই কামড়াচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে হঠাৎ করে আতংক ছড়িয়ে পড়েছে।

রবিবার সকাল সাতটার দিকে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও গত দুইদিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে অন্তত দশ জনের মতো আহত হন। এছাড়া আহত অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদেও মধ্যে কয়েকজন হলেন, উপজেলার পৌর সদরের বাসিন্দা কাজী হাসান ফিরোজ(৬০),আতাউর রহমান(৫৫), মোঃ সিদ্দিক,(৪৫),শহিদুল(২৫),মনিরা বেগম(৩৬),আলেয়া বেগম(৩৪)। বাকিদের প্রাথমিকভাবে নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়াও অনেকেই বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পৌরসভার আঁধারকোঠা মহল্লার বাসিন্দা মোঃ নিজাম উদ্দিন খান বলেন, পৌর সদরের বিভিন্ন স্থানে গত দুই দিনে মহিলাসহ কমপক্ষে ১০ থেকে ১৫ জন আহত হন। পাগলা ঘোড়াটি সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। ধারনা করা হচ্ছে ঘোড়াটিকে কোন পাগলা কুকুর কামড়ানোর পর ঘোড়াটিও পাগলের মতো আচরণ করছে আর সামনে কাউকে পেলেই কামড়াচ্ছে। লাথি মারছে।

ঘোড়ার কামড়ে মারাত্মক আহত বোয়ালমারী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী হাসান ফিরোজ বলেন, সকালে হাঁটার জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম। পথিমধ্যে চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে কিছু বুঝে ওঠার আগেই পিছনের কোমড়ে কামড় দেয়। তাৎক্ষণিক লোকজন এসে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে এখন বাড়িতে আছি। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আমার জানা মতে আজ সকালেই কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। আহতদের ব্যাথানাশক ঔষধ ও টিটিনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহতদের ভাষ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কোন পাগলা কুকুড় কামড়িয়েছে। যার কারনে ঘোড়াটি এমন আচরণ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!