1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই- সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তেলজুড়ী মেলা কমিটির মতবিনিময় বোয়ালমারীতে আগুনে দরিদ্র ভ্যানচালকের শেষ আশ্রয় ভস্মীভূত প্রাণের উচ্ছ্বাসে জেগে উঠেছিলো কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে পাইপ বিনষ্ট ও জরিমানা শেষবারের মতো একমাত্র সন্তানের মুখ দেখতে চায় শোকে মহ্যমান মা বোয়ালমারীতে বিদেশী পিস্তল উদ্ধার বোয়ালমারীতে সাবেক এমপি খন্দকার নাসিরের সাথে সাংবাদিকদের মতবিনিময় জমি কিনে জালিয়াতির শিকার প্রবাসী দু’ভাই

বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তেলজুড়ী মেলা কমিটির মতবিনিময়

  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের কুমার নদে আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঐতিহ্যবাহী বার্ষিক নৌকা বাইচ ও মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে তেলজুড়ি নৌকা বাইচ মেলা কমিটির সাথে বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে মেলা কমিটির সভাপতি এবং ৮নং শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রইসুল ইসলাম (পলাশ মিয়া) বলেন, ‘প্রায় দুই শত বছর ধরে তেলজুড়ি গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত কুমার নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতি বছর উৎসবের আমেজে ২৬ সেপ্টেম্বর (৯ আশ্বিন) নির্ধারিত দিন এ নৌকা বাইচ ও মেলা অনুষ্ঠিত হয়। আমরা যারা এ অঞ্চলের, হিন্দ-মুসলমান নির্বিশেষে আমরা এ মেলা উপলক্ষ্যে আনন্দ উপভোগ করি। এ মেলা উপলক্ষ্যে আশেপাশের ৩০ গ্রামে খুশির আমেজ বিরাজ করে। স্থানীয়দের আত্মীয় স্বজন যে যেখানে থাকে, মেলা উপলক্ষ্যে সবাই বেড়াতে আসে। এ নৌকা বাইচ ও মেলা উপলক্ষ্যে কোন বছরই কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা এলাকাবাসী ও মেলা কমিটি মিলেমিশে এ মেলাকে সার্থক করে তুলি।’ মেলা কমিটির সভাপতি রইসুল ইসলাম পলাশ মিয়া এ সময় সাংবাদিকদের মাধ্যমে বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী তথা ফরিদপুরের সবাইকে এ নৌকা বাইচ ও মেলায় আমন্ত্রণ জানান।

এ সময় বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী ও মেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন শিকদার বক্তব্য রাখেন।

বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী বলেন, ‘সাংবাদিক নামের কোন টাউট বাটপার যদি মেলা উপলক্ষ্যে কোন প্রকার চাঁদাবাজি করার চেষ্টা করে তবে তাকে বেঁধে পিটিয়ে থানায় দিয়ে দেবেন।’

আয়োজকেরা জানান, নৌকা বাইচ ও মেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মতি প্রদান করেছেন ঢাকাস্থ আরিডড গ্রুপের এম,ডি ও সিইও ইঞ্জিঃ আজিজুল আকিল (ডেভিড সিকদার)। নৌকা বাইচের উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (মুকুল মিয়া), বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার ওমর হাফিজ (মুক্তি), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাবিবুর রহমান হবি, ঢাকা বেলেসিং ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর মাতিনুল ইসলাম লিয়াকত মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান মুঞ্জু, সৈয়দ শাকীর আহম্মেদ, তরুণ সমাজসেবক হাবিবুর রহমান সবুজ।

সভাপতিত্ব করবেন ৮নং শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রইসুল ইসলাম (পলাশ মিয়া)। উক্ত নৌকা বাইচে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী নৌকা পুরস্কার হিসেবে একটি করে ফ্রিজ এবং অংশগ্রহণকারী সকলের জন্য রয়েছে আকর্ষনীয় পুরস্কার।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলজুড়ী ঐতিহ্যবাহী বার্ষিক নৌকাবাইচ মেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন শিকদার, তেলজুড়ী বাজার বণিক সমিতির সভাপতি মো. ইলিয়াস মোল্লা, সাধারণ সম্পাদক মো. রেজাউল বিশ্বাস।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি ও সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি সুমন খান, প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও ঢাকার ডাক প্রতিনিধি এম এম জামান, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, খবর পত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, সংগ্রাম প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান, রবিউল খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!