বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের উজিরপুর ও ময়েনদিয়া বাজার এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও বোয়ালমারী থানা পুলিশের যৌথ টিম।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, পরমেশ্বরদী ইউনিয়নের উজিরপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি মামুনুর রহমান ওরফে ‘বাবা মামুন’ এর বাড়িতে অভিযান চালিয়ে তার শোবার ঘরের আলমারির ভেতর থেকে ১১প্যাকেটে রাখা ২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় বাবা মামুন। অপর দিকে একই ইউনিয়নের ময়েনদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী সালথা উপজেলার নটখোলা গ্রামের মো.দবির শেখের ছেলে মো.আজগর শেখ(২৫)কে ১৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ইয়াবা’র আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “দুটি পৃথক অভিযানে ২ হাজার ২৩৫পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। অভিযানে একজনকে আটক করা হয়েছে। আটককৃত মাদককারবারি আজগর শেখকে ফরিদপুর বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।”পলাতক আসামি বাবা মামুনকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply