বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় দুজন মারাত্মক আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । এ ঘটনায় ওবায়দুর রহমান নামে একজন বাদি হয়ে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত আব্দুল লতিফ শেখের ছেলে ওবায়দুর রহমান (৫৫) এর সাথে একই গ্রামের হাবিবুর রহমান শেখের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রতিপক্ষ নিম্ন আদালতে মামলা করলে তা খারিজ করে দেন বিজ্ঞ আদালত। পরবর্তীতে সেই জমিতে মাটি ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করলে ফের হাবিবুর রহমান আদালতে একটি অভিযোগ করে জায়গাটির উপর সকল ধরনের স্থাপনা নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
নিষেধাজ্ঞা আরোপের পর কাজ বন্ধ থাকলেও ২৪ সেপ্টেম্বর ভোরে মিজানুর রহমান, আহাদ শেখ, হবিবার রহমান, আলমগীর শেখ, আশাদুল শেখ, আতিয়ার রহমান শেখ, ওহিদ শেখ, মিরাজ শেখসহ অজ্ঞাত ৮/১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণধীন পাকা স্থাপনা ভাঙ্গতে শুরু করে। খবর পেয়ে বাদির ভাই মো. মাসুদ শেখ ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে হাবিবুর রহমানের নেতৃত্বে তার উপর হামলা চালায়। এতে মারাত্মক আহত হয় সে। ভাইকে রক্ষা করতে মামলাটির বাদি এগিয়ে গেলে তার উপরও আক্রমণ চালানো হয়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে সেও মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় বাদির ডিসকাভারি ১২৫ সিসির একটি মোটরসাইকেল ভেঙ্গে গুড়িয়ে দেয় আক্রমণকারিরা। এ বিষয়ে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাদি ওবায়দুর রহমান শেখ।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন- অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
Leave a Reply