1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে আওয়ামী লীগের নাশতার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল বোয়ালমারীতে নিতাই রায় চৌধুরীর গাড়ি বহর আটকে বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ মাধ্যমিক পরীক্ষার ফলাফল শিক্ষার্থীর জীবনের ভিত্তি — ইউএনও তানভীর হাসান চৌধুরী প্রতারণা মামলায় আদম ব্যবসায়ী মিজানুর রহমান জাপান আটক বোয়ালমারীতে ৪৭ শিক্ষা প্রতিষ্ঠান পেল শিক্ষাপোকরণ বোয়ালমারীতে চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুরগি ও প্রাণী খাদ্য বিতরণ আলফাডাঙ্গায় বিএনপির কমিটিতে আ’লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল বোয়ালমারীতে বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি বোয়ালমারীতে ইংলিশ ল্যাংগুয়েজ ফেস্টিভ্যাল ও শিক্ষা উপকরণ বিতরণ বোয়ালমারীতে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত, আহত ৫

বোয়ালমারীতে প্রবাসী কবি মাহমুদ রেজার মতবিনিময়

  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩৬১ জন পঠিত

 বোয়ালমারী  প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে সুইডেন প্রবাসী কবি মাহমুদ রেজা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর সদরের চৌরাস্তায় অবস্থিত একটি ভবনে এই মতবিনিময় করেন।

বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজের সভাপতিত্বে এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক কামরুল সিকদার।

কবি মাহমুদ রেজা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি দেশকে ভালোবাসি। দেশকে নিয়ে অনেক লিখতে চাই। বাংলা ভাষায় আমার লেখা দেশের আনাচে কানাচে মানুষের কাছে পৌঁছে যাক- এটাই চাই।’

কবি মাহমুদ রেজা আরো বলেন, ‘দীর্ঘদিন অভিবাসী হয়ে শৈশব-কৈশোরের গ্রামীণ স্মৃতি জীবনের প্রতি পদে পদে তাড়িয়ে বেড়ায় মনের অজান্তে। তাই এই কবিতা লেখা।’

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের প্রত্যাশার সম্পাদক লিটু সিকদার, পাক্ষিক নজীর বাংলার সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন, ঢাকা টাইমস প্রতিনিধি কবি আমীর চারু, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু, বাংলা টিভি প্রতিনিধি সুমন খান, যমুনা টিভি প্রতিনিধি মহব্বত চৌধুরী, সকালের সময় প্রতিনিধি জাকির হোসেন, ভোরের ডাক প্রতিনিধি এ কে এম রেজাউল করিম, খবরপত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, অর্থনীতি প্রতিনিধি সনত চক্রবর্তী, জবাবদিহি প্রতিনিধি মুকুল কুমার বোস প্রমুখ।

কবি মাহমুদ রেজা ১৯৬০ সালে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বাইখির গ্রামে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। (৬৩) উপজেলার চতুল ইউনিয়নের চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩য় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। এরপর বাবা সাইদুর রহমানের চাকরির সুবাদে খুলনা চলে যান। সেখান থেকে প্রাথমিকের পাঠ শেষ করে আবার বোয়ালমারী ফিরে আসেন। এরপর বোয়ালমারী জর্জ একাডেমি থেকে ১৯৭৪ সালে এসএসসি পাস করেন।

পরবর্তীতে ডিপ্লোমা পাস করে ট্রান্সপোর্টসহ বিভিন্ন ব্যবসা ও চাকরি করেন। পরবর্তীতে সুযোগ পেয়ে ১৯৮৯ সালে সুইডেন চলে যান। সেখানে ইলেকট্রনিক্সেরর উপর লেখাপড়া করেন। বর্তমানে প্রবাসী কর্মজীবনে মাহমুদ রেজা লেজার প্রকৌশলী। থাকেন সুইডেনের গোথেনবার্গ শহরে।

২০০৭ সাল থেকে ‘পেন্সিল’নামের একটি ফেসবুক পেজে লেখালেখি শুরু। এ পর্যন্ত কবি মাহমুদ রেজার ৫টি কবিতার বই প্রকাশিত হয়েছে।

২০১৯ সালে প্রথম বই প্রকাশিত হয়। ১ম প্রকাশিত বই- ছড়ার মেলা (২০১৯)। এরপর পর্যায়ক্রমে মন মুকুরের ভেলা (২০২০), হৃদয়ের নৈবেদ্য (২০২১), ঝরাপাতার নিস্বন (২০২২) এবং নৈঋতের সম্ভার (২০২৩) নামে কবিতার বই প্রকাশিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!