1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীর সুন্দরী মাদকসহ বোয়ালমারীতে আটক বোয়ালমারীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাপ্তাহিক চন্দনা পত্রিকার পাঠক মেলার মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোয়ালমারী প্রেসক্লাবের মানববন্ধন বোয়ালমারীতে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০ সানোয়ার মেম্বারের কান্ড বোয়ালমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সমুন্নত রাখতে হবে- ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু আল আলী অটো ভাটায় মাটি চোরদের হামলায় ম্যানেজার মারাত্মক আহত রাইসা মনির কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন বোয়ালমারীতে পানিতে ডুবে অজ্ঞাত যুবকের মৃত্যু

বোয়ালমারীতে আগুন সন্ত্রাসীদের তা-বে আতংকিত নৌকার সমর্থকরা

  • প্রকাশিত : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৪২৭ জন পঠিত

 বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে আগুন সন্ত্রাসীদের তা-বে আতংকিত একটি গ্রামের নৌকার সমর্থকরা। একে একে পাঁচটি বাড়িতে গভীর রাতে দেওয়া হয়েছে আগুন।

পুড়েছে খড়ির মাচাল, খড়ের গাদা, পশুখাদ্যসহ দোচালা রান্নাঘর। আর এতে আতংকে দিন কাটাচ্ছেন সরকার দলীয় সমর্থকরা। ঘটনাগুলো ঘটেছে উপজেলা শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের রেস কাটতে না কাটতে শুরু হয় আগুন সন্ত্রাসীদের দৌরাত্ম। প্রথমেই গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে গ্রামটির আফতাউদ্দিন মোল্যার ছেলে মো. আমিনুর রহামনের বাড়ির পাশের পাট কাঠির গাদায় কে বা করা আগুন দেয়, এতে মুহুর্তেই পুরে যায় কয়েক হাজার টাকার পাট কাঠি। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা গেলেও আগুনের তাপে ঝলসে যায় আশপাশের ফলবান গাছপালা।

এর দুইদিন পরেই আমিনুরের প্রতিবেশী ছিরু কাজীর সড়কের পাশে রাখা খড়ের গাদায় আগুন দেয় সন্ত্রাসীরা। এতেও ক্ষতিগ্রস্থ হয় বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারসহ আশপাশের গাছপালা। বিষয়গুলোকে নিচ্ছক দুর্ঘটনা কি না, ভাবতে না ভাবতেই আবারও আগুন লাগে নৌকার সর্মথক বিলায়েত মোল্যার বাড়ি পিছনের খড়ের গাদায়। সর্বশেষ রবিউল মোল্যা ও আকমল মোল্যার বসত ঘর লাগুয়া গবাদি পুশুর খাবার রাখার ঘরের বারান্দায় গভীর রাতে দেওয়া হয়েছে আগুন। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে দু’টি পরিবারের সদস্যরা ও একটি গবাদি পুশুর খামার।

একের পর এক নৌকার সমর্থকদের বাড়িতে আগুন লাগায় এটা যে নৌকা বিরোধীদের পরিকল্পিত ষড়যন্ত্র তা অনুমান করা গেলেও ক্ষতিগ্রস্থদের নিকট কে বা কার আগুন লাগিয়েছে তার প্রমান না থাকায় অনেকটাই নিরুপায় তারা।

আগুনে ক্ষতিগ্রস্থ আমিনুর রহমান জানান, আমরা নৌকা প্রতীকের কাজ করায় গভীর রাতে নৌকার বিরোধীরা জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এই সন্ত্রাসী কাজ করে থাকতে পারে। তবে কে বা কার এ কাজ করেছে তা কিছুই বলতে পরেননি তিনি।

অপর ক্ষতিগ্রস্থ ছিরু কাজী বলেন, আমাদের অপরাধ নৌকায় ভোট দেওয়া, তাই গভীর রাতে আমাদের সম্পদে আগুন দেওয়া হয়েছে। যে কয়টি পরিবার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রত্যেকেই নৌকার সামর্থক।

ক্ষতিগ্রস্থ রবিউল মোল্যা জানান, আমার তিনটি কন্যা সন্তান ও আমার পরিবারকে আল্লাহ রক্ষা করেছেন। ঘুমের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখে জেগে উঠি। আমার শোরচিৎকারে প্রতিবেশিরা এসে আগুন নিভায় । আমরা যদি টের না পেতাম তাহলে পরিবারের সকলেই আগুনে পুড়ে ছাই হয়ে যেতাম।

এ ব্যাপারে ইউনিয়নটির নৌকা প্রতীকের নব-নির্বাচিত চেয়ারম্যান কামাল আহমেদ জানান, বেছে বেছে আমার সমর্থকদের বাড়িতে আগুন লাগার ঘটনাগুলো ঘটছে। এটি যে পরাজিত প্রার্থীদের পরিকল্পিত ষড়যন্ত্র তা অনুমান করতে কষ্ট হওয়ার কথা নয়। এই আগুন সন্ত্রাসীদের রুখা না গেলে ভবিষ্যতে বড় ধরনের জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ নুরুল আলম জানান, খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে ও এলাকার সর্ব সাধারণকে নিয়ে আইন শৃঙ্খলা মিটিং করা হয়েছে এবং বিষয়টির তদন্ত অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!