1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীর সুন্দরী মাদকসহ বোয়ালমারীতে আটক বোয়ালমারীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাপ্তাহিক চন্দনা পত্রিকার পাঠক মেলার মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোয়ালমারী প্রেসক্লাবের মানববন্ধন বোয়ালমারীতে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০ সানোয়ার মেম্বারের কান্ড বোয়ালমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সমুন্নত রাখতে হবে- ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু আল আলী অটো ভাটায় মাটি চোরদের হামলায় ম্যানেজার মারাত্মক আহত রাইসা মনির কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন বোয়ালমারীতে পানিতে ডুবে অজ্ঞাত যুবকের মৃত্যু

বোয়ালমারীতে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪৬২ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ অশীতিপর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে সংবাদ সম্মেলন করেছেন ওই মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবার। ১৪ আগস্ট শুক্রবার বেলা ১২ টায় বোয়ালমারী বার্তা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়া। তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘ উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামে আমার একটি পুকুর রয়েছে। সেটির দখল নিতে কদমী গ্রামের আবু মোল্যার ছেলে শীর্ষ মাদক কারবারি মিজানুর রহমান মোল্যা সোনা মিয়া বিভিন্ন অপচেষ্টা চালায়। ব্যর্থ হয়ে পুকুরটি লিজ নেয়ার প্রস্তাব দিলে আমি অস্বীকৃতি জানালে সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বাড়িতে হামলা চালায়। হামলার দিন আমার বাড়ির উপর এসে আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আমাকে হত্যার উদ্দেশ্যে আমার গলায় গামছা পেঁচিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমার পরিবারের লোকজন বাধা দেয়। তখন সন্ত্রাসীরা তাদের বেধড়ক মারপিট ও নারীদের শীলতাহানির চেষ্টা চালায়। এসময় আমার নাতি আহত হয়ে তাদের হাত থেকে পালিয়ে গিয়ে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চায়। পুলিশ আসার সংবাদ পেয়ে সন্ত্রাসী বাহিনী আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় আমি বোয়ালমারী থানায় একটি মামলা করেছি। আমি দেশের সকল মুক্তিযোদ্ধা ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এ ধরনের ঘৃণ্য ঘটনার হোতা মিজানুর রহমান মোল্যা সোনা মিয়ার গ্রেপ্তার ও বিচার দাবি করি। মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম গনমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে বলেন, আমার ছোট ভাই মইনুল ইসলামের সাথে মিজানুর রহমান মোল্যা সোনা মিয়ার অংশীদারি ব্যবসা ছিল। ব্যবসা চলাকালীন মইনুলের নিজ নামীয় হিসাবের স্বাক্ষরিত সিটি ব্যাংকের ৩০ লাখ টাকার তিনটি চেক হারিয়ে যায়। এ ব্যাপারে ঢাকার দারুস সালাম থানায় একটি জি.ডি করে মইনুল। জি.ডি নং ৫৬০, তারিখ-১৩/০৭/২০২০ খ্রি.। পরবর্তীতে মইনুলের ব্যবসায়িক অংশীদার মিজানুর রহমান মোল্যা সোনা মিয়া জালিয়াতির মাধ্যমে সেই চেক তাকে দেয়া হয়েছে প্রচার করে এবং চেক ডিজঅনার দেখিয়ে মামলার হুমকি দেয়।

এ ব্যাপারে আমরা অচিরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ বলেন, একজন বীরমুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের উপর ঘৃণ্য এ হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে তাঁর সম্পদ হাতিয়ে নেয়ার অপচেষ্টারও নিন্দা জানাই। সরকারের কাছে জোর দাবি, বিষয়টি আমলে নিয়ে দ্রæত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কে.এম জহুরুল হক জহুর, বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড. কোরবান আলী, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি সেলিম রেজা লিপন, জ্যেষ্ঠ সাংবাদিক মো. আনোয়ার হোসেন, কাজী আমিনুল ইসলাম, কামরুল সিকদার, আমীর চারু বাবলু, সুমন খান, এমএম জামান, এমএম নুর ইসলাম, হাসান মাহমুদ মিলু, মো. সাহিদ মোল্যা ও দীপঙ্কর পোদ্দার অপু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!