বোয়ালমারী প্রতিনিধি: “জুলাই গণঅভ্যুত্থান দিবস’ বা স্বৈরাচার শেখ হাসিনা সরকারে পতনের বর্ষপূর্তি উপলক্ষে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির।
গতকাল মঙ্গলবার ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত দিবস উপলক্ষে বোয়ালমারী ডাকবাংলো সড়ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌরসদর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহরটির প্রাণকেন্দ্র চৌরাস্তায় এক পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন – জুলাই গণঅভ্যুত্থানে মানুষ দীর্ঘদিনের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, ভোটের অধিকার কেড়ে নিয়ে যে স্বেচ্ছাচারিতায় করেছিল ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে এটি ছিলো ছাত্র জনতার ক্ষোভের বিস্ফোরণ। এর থেকে শিক্ষা নিন।
তিনি আরো বলেন, “১০০ জন দালালের চেয়ে একজন পরীক্ষিত কর্মীর দাম আমাদের কাছে অনেক বেশি। ২৪ সালের নির্বাচনে যারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দালালি করেছে তাদের ঠাঁই বিএনপি তে নাই। স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কুদ্দুস শেখ, সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, খান আতাউর রহমান, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ইকরাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহা,জহুর ইকবাল ঠাকুর পিন্টু,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হুসাইন, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল হাসান, পৌর কৃষক দলের আহ্বায়ক বজলুর রশিদ চাঁদ, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন চৌধুরী দুলু, শহীদউদ্দিন মিয়া দিপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি এবং উপজেলা জাসস সভাপতি সৈয়দ ফিয়াম, পিকুল মিয়া প্রমুখ।
Leave a Reply