1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাপ্তাহিক চন্দনা পত্রিকার পাঠক মেলার মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোয়ালমারী প্রেসক্লাবের মানববন্ধন বোয়ালমারীতে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০ সানোয়ার মেম্বারের কান্ড বোয়ালমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সমুন্নত রাখতে হবে- ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু আল আলী অটো ভাটায় মাটি চোরদের হামলায় ম্যানেজার মারাত্মক আহত রাইসা মনির কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন বোয়ালমারীতে পানিতে ডুবে অজ্ঞাত যুবকের মৃত্যু বোয়ালমারীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ভার্চুয়াল আসক্তি , মাদকের চেয়ে ভয়ংকর – বিপ্লব সাহা মুন্না

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৭৯৫ জন পঠিত

বর্তমান বিশ্বকে বলা হয় ভার্চুয়াল জগত বা ইন্টারনেট বিশ্ব। সারা বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে ইন্টারনেট প্রযুক্তি। সবাই এখন ব্যস্ত স্মার্টফোন , ট্যাব , ল্যাপটপ ও কম্পিউটার নিয়ে। শুরুতে ইন্টারনেট ব্যবহার প্রাসঙ্গিক থাকলেও বর্তমানে এর মাত্রাতিরিক্ত ও অপব্যবহার মানবজাতির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকে আসক্ত হয়ে পড়েছে বিপুলসংখ্যক মানুষ। আর এই আসক্তিই কেড়ে নিচ্ছে মানবজীবনের গুরুত্বপূর্ণ সময় ও কর্মঘণ্টা।

এক সময় আমাদের সময় কাটতো বন্ধুদের সঙ্গে আড্ডায় , খেলার মাঠে । এখন সেই সময়টুকু দখল করে নিয়েছে মোবাইলফোন ,ল্যাপটপ ,কম্পিউটার ইত্যাদি । দিন দিনই আমরা যান্ত্রিকতায় পরিণত হচ্ছি ! প্রযুক্তি প্রতি আসক্তির এই কুফলে পারিবারিক বন্ধন হ্রাস পাচ্ছে। পিতামাতা ও সন্তানদের মধ্যে দূরত্ব বাড়ছে । দূরত্ব সৃষ্টি হচ্ছে আত্বীয়স্বজন , প্রতিবেশীর সাথেও । এছাড়া প্রকৃতির সাথেও মেলামেশা কমে গিয়েছে মানুষের। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর চাঁদনী রাতের সৌন্দর্য উপভোগ করার মত সময় ও সুযোগ এখন হয়ে ওঠে না অনেকেরই জীবনে। মোবাইল , ট্যাব আর ল্যাপটপের মধ্যে বুঁদ হয়ে পড়ে থাকছে জীবনের গন্ডি। কেবলমাত্র তরুণরাই নয় নানান বয়সীরাও ভার্চুয়াল জগতে আসক্ত হয়ে পড়েছে।

এক সমীক্ষায় উঠে এসেছে , পৃথিবীর তিন ভাগ মানুষের মধ্যে এক ভাগ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে একটা বৃহৎ অংশ ফেসবুকে আসক্ত । এদেরমধ্যে স্মার্টফোনের বদৌলতে সেলফি তোলা ও পোস্ট দেয়া এক ধরণের মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে। স্বীকার করতে দ্বিধা নেই বেশি বেশি লাইক ও কমেন্ট পাওয়ার আশায় ফেসবুকে নানা ধরণের পোস্ট দিচ্ছি আমরা। আর কিছুক্ষণ পর পর ফেসবুক খুলে লাইক আর কমেন্টের আপডেট দেখছি। এতে জীবনের মূল্যবান সময় ও আর্থিক অপচয় উভয়ই হচ্ছে। সময়ে ও অসময়ে , প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে ভার্চুয়াল জগতে ঢুঁ মারা আমাদের বদ অভ্যাসে পরিণত হয়েছে। সুযোগ পেলেই মোবাইল ফোনটাকে হাতে নিয়েই ফেসবুকিং বা চ্যাটিং এ ব্যস্ত হয়ে পড়ছি। মোবাইল ফোনটা হাতে না নিয়ে দুদন্ড চুপচাপ বসে থাকতে পারছি না।

ভার্চুয়াল জগতের মিথ্যা মোহ আপনাকে বাস্তব জীবন থেকে কতকিছু ছিনিয়ে নিচ্ছে একবার খেয়াল করে দেখেছেন কী ? মনোবিজ্ঞানীরা ইন্টারনেট বা ভার্চুয়াল জগতের প্রতি আসক্তি আর মাদকের প্রতি আসক্তি উভয়ের মধ্যে সাদৃশ্য খুঁজে পান। ইন্টারনেট আসক্তিকে ডিজিটাল মাদক বলে আখ্যায়িত করেন তাঁরা। ইন্টারনেট আসক্ত ব্যক্তিরা দ্রুত ক্লান্ত হয়ে পড়েন , একাকীত্ব বোধ করেন , হীনমন্যতায় ভোগে , আত্মবিশ্বাস কমে যায়, বিষণ্নতায় ভোগে এবং তাদের মধ্যে এক ধরণের হতাশা কাজ করে । তবে একথা অনস্বীকার্য যে , ভার্চুয়াল জগতের অনেক অনেক ইতিবাচক দিক রয়েছে । কিন্তু এর ব্যবহারের তো একটা সীমা পরিসীমা থাকতে হবে ? বিজ্ঞানের আশীর্বাদ ইন্টারনেটের অপব্যবহার এখন দুশ্চিন্তার কারন হয়ে দেখা দিয়েছে। আমরা সচেতন না হলে ভার্চুয়াল জগতের কুফল আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!