বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল জনসমুদ্রে রূপান্তরিত হয়ে । শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে উপজেলার সাতৈরের ঐতিহাসিক খেলার মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫টি ইউনিয়ন নিয়ে গঠিত উত্তর বোয়ালমারী বিএনপি (বোয়ালমারী, ঘোষপুর, দাদপুর,ময়না ও সাতৈর ) আয়োজিত এ দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সদ্য ঘোষিত বিএনপির মনোনয়ন প্রাপ্ত ফরিদপুর-১ আসনের প্রার্থী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন-এই সেই ঐতিহাসিক মাঠ যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাষণ দিয়েছিলেন আজ সেই মাঠে আমাদের মাতা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে আমি আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। আসুন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকের জয় করার লক্ষ্যে কাজ করুন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর -৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, তিনি তার বক্তব্যে বলেন- বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, নির্বাচন বানচালের অপচেষ্টা হচ্ছে। বিএনপির বিরুদ্ধে অপচেষ্টা মানে বাংলাদেশের বিরুদ্ধে অপচেষ্টা, আর আমরা তাঁবেদারি চাই না, বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল চায়, বাংলাদেশের মানুষ আইনের শাসন চায়, ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে ভোট দিতে চায়, সেই জন্য রহমতের প্রতীক ধানের শীষ। আগামী নির্বাচনে ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্য, ঐক্য এবং ঐক্যের দূর্গ গড়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি,গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিউল আলম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন,মধুখালি বিএনপির সভাপতি সাহবুদ্দিন আহমেদ সতেজ, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হুসাইন প্রমুখ।
Leave a Reply