1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে আওয়ামী লীগের নাশতার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল বোয়ালমারীতে নিতাই রায় চৌধুরীর গাড়ি বহর আটকে বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ মাধ্যমিক পরীক্ষার ফলাফল শিক্ষার্থীর জীবনের ভিত্তি — ইউএনও তানভীর হাসান চৌধুরী প্রতারণা মামলায় আদম ব্যবসায়ী মিজানুর রহমান জাপান আটক বোয়ালমারীতে ৪৭ শিক্ষা প্রতিষ্ঠান পেল শিক্ষাপোকরণ বোয়ালমারীতে চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুরগি ও প্রাণী খাদ্য বিতরণ আলফাডাঙ্গায় বিএনপির কমিটিতে আ’লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল বোয়ালমারীতে বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি বোয়ালমারীতে ইংলিশ ল্যাংগুয়েজ ফেস্টিভ্যাল ও শিক্ষা উপকরণ বিতরণ বোয়ালমারীতে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত, আহত ৫

বোয়ালমারীতে নিতাই রায় চৌধুরীর গাড়ি বহর আটকে বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬৪ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গন। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গতকাল মানববন্ধন করে দলের পদবঞ্চিত অংশ। এ সময় দলটির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরীর গাড়ি বহর আটকে বিক্ষোভ করে নেতা কর্মীরা। এ সময় আন্দোলন কারীরা কমিটি বাতিলের দাবি জানান।
গতকাল বুধবার বিকেল ৫টার দিকে বোয়ালমারী পৌরসদরের ব্যস্ততম এলাকা চৌরাস্তা মোড়ে পদবঞ্চিত নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে একপর্যায়ে বিক্ষোভকারীরা মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক আংশিকভাবে অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আটকা পড়েন। এসময় বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিতাই রায় চৌধুরী নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম আওয়ামী লীগ পদ পদবিতে থাকা প্রায় ৭০জনকে বিএনপির উপজেলা ও পৌর কমিটিতে অন্তর্ভুক্ত করে নিজের পছন্দমতো কমিটি দিয়েছেন। এতে দীর্ঘদিন দলের জন্য নিবেদিত ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত ও অবমূল্যায়িত হয়েছেন বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির ওয়াপদা মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে পথ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন মিয়া, মফিজুর কাদের মিল্টন খান, জাকির হোসেন চৌধুরী, এনায়েত হোসেন, রইসুল ইসলাম পলাশ, হোসেন সালেহ্ রুবেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!