বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ঢাকাস্থ আরিডড গ্রুপের এম,ডি ও সিইও ইঞ্জিঃ আজিজুল আকিল (ডেভিড সিকদার)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তার কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে আরিডড গ্রুপের এম,ডি ও সিইও ইঞ্জিঃ আজিজুল আকিল (ডেভিড সিকদার) বলেন, “আমি ক্ষমতার জন্য লালায়িত নই। নির্বাচন করে এমপি হয়ে তারপরে মানুষের সেবা করতে হবে আমি এ মতাদর্শে বিশ্বাসী নই। আপনি আগে নিজেকে প্রস্তুত করেন তারপরে (মনোনয়ন) চান। আমার প্রাথমিক টার্গেট, আমি এলাকার মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই, সহাবস্থান করতে চাই। আমরা প্রতিনিয়ত দেশের কাছে ঋণী হচ্ছি। দেশকে ভালোবেসে, দেশের মঙ্গলের জন্য কাজ করে এ ঋণ পরিশোধ করতে হবে।” বিএনপি থেকে আপনি মনোনয়ন চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার সমস্ত ইনফরমেশন তাদের কাছে (বিএনপি) আছে যদি তারা আমাকে যোগ্য মনে করে তো ভালো। তাছাড়া আমি একজন ডিসিপ্লিনড মানুষ। আমি যখন দল করব তখন আমার নেতা যেটা বলবে আমি শুনব।”
ঢাকা টাইমস এর স্থানীয় প্রতিনিধি কবি আমীর চারু বাবলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, ৮নং শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রইসুল ইসলাম (পলাশ মিয়া), আজিজুল আকিলের পুত্র এবং আরিডড গ্রুপের পরিচালক তাহমিদ আজিজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আরাফাত আলী সামিন, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী, সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি সুমন খান, অর্থ সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকার ডাক প্রতিনিধি এম এম জামান, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার, পাক্ষিক নজীর বাংলা সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন, খবর পত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, সংগ্রাম প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, উপস্থাপক জাহিদ হাসান চঞ্চল, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হাসান লিমন, আমাদের সময় ডট কম এর প্রতিনিধি সনৎ চক্রবর্তী, প্রতিদিনের কাগজ প্রতিনিধি মুকুল বসু, সাপ্তাহিক মানব দর্পণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান প্রমুখ।
Leave a Reply