বোয়ালমারী প্রতিনিধি:ফরিদপুরের বোয়ালমারীতে ‘শ্লোগানের কবি’ খ্যাত নাজমুল হক নজীরের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী প্রেসক্লাবেরর আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কবি এবং সাংবাদিক নাজমুল হক নজীরের সুযোগ্য দুই পুত্র কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন ও ধামরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহীদুল্লাহ্ নজীর মাসুদ উপস্থিত ছিলেন।
কবি নাজমুল হক নজীরের জ্যেষ্ঠ পুত্র প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন বলেন, “কবি নাজমুল হক নজীরের ধ্যান জ্ঞানের যে বিস্তৃতি তা আমাদের ক্ষুদ্র জ্ঞানে বোঝা কঠিন। সৃষ্টিশীল মানুষকে একজন সৃষ্টিশীল মানুষই মূল্যায়ন করতে পারে। আয়োজকরা সৃষ্টিশীল বলেই আজ আমার বাবাকে মূল্যায়ন করেছে।” কবির আরেক পুত্র ধামরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহীদুল্লাহ্ নজীর মাসুদ বলেন, “বাবার কবিতার পঙক্তিমালা বিভিন্ন সময়ে আমাদের মুগ্ধ করেছে। বোয়ালমারী প্রেসক্লাব আমার বাবাকে স্মরণ করে এ স্মরণ সভার আয়োজন করেছে, এজন্য আমরা কৃতজ্ঞ।”
বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে এবং ঢাকা টাইমস এর স্থানীয় প্রতিনিধি কবি আমীর চারু বাবলুর সঞ্চালনায় স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, বোয়ালমারী প্রেসক্লাবের সহ সভাপতি ও সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দিনকাল প্রতিনিধি আনোয়ার হোসেন, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শেখ আজিজ, মধ্যেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার মোল্যা, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার, উপস্থাপক জাহিদ হাসান চঞ্চল প্রমুখ।
আলোচনা সভায় পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন তার বক্তব্যে বলেন, “নাজমুল হক নজীরের কবিতায় প্রেম ও বিরহ আছে। আছে আধ্যাত্মিকতা। তিনি স্বপ্নবাদী ও আশাবাদী কবি ছিলেন।” গুণী মানুষকে সম্মাননা জানিয়ে স্মরণ সভার আয়োজন করায় বোয়ালমারী প্রেসক্লাবকে তিনি ধন্যবাদ জানান।
স্মৃতিচারণ করতে গিয়ে বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী বলেন, “কবি নজীর ভাইয়ের ছোট ভাই ছানোয়ার আহমেদ আমার বন্ধু ছিল। সে সুবাদে আমার সাথে নজীর ভাইয়ের পারিবারিক সম্পর্ক ছিল। কবি নজীর ভাইয়ের নিজ নামে ‘নজীর বাংলা’ নামে একটি পাক্ষিক পত্রিকা ছিল। ‘বোয়ালমারী বার্তা’ নামের আমার সাপ্তাহিক পত্রিকা এবং নজীর ভাইয়ের ‘পাক্ষিক নজীর বাংলা’ পত্রিকার ডিক্লেয়ারেশন একই দিনে পেয়েছিলাম। নজীর ভাই আজ আমাদের মাঝে নেই।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা টিভি প্রতিনিধি সুমন খান, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকার ডাক প্রতিনিধি এম এম জামান, খবরপত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, খোলা কাগজ এর উপজেলা প্রতিনিধি আল মামুন রনি, সংগ্রাম প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হাসান লিমন, প্রতিদিনের কাগজ প্রতিনিধি মুকুল বসু, সাপ্তাহিক মানব দর্পণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply