1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্মরণে মতুয়া সম্প্রদায়ের মহাসমাবেশ ও প্রার্থনা সভা বোয়ালমারীতে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১৫ প্রার্থী  শীতবস্ত্র হাতে শীতার্ত মানুষের পাশে বোয়ালমারীর ইউএনও বোয়ালমারীতে মাদকদ্রব্যসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইনের মনোনয়নপত্র জমা বোয়ালমারীতে পৃথক দুটি অভিযানে ২হাজার ২৩৫পিস ইয়াবা উদ্ধার করেছে যৌথবাহিনী বড়দিনের উৎসব নেই, আনন্দ নেই রাজলক্ষ্মীর ঘরে বোয়ালমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

আলফাডাঙ্গা উপজেলা পরিষদ প্রাণ পেয়েছে পরিকল্পিত উন্নয়নের ছোঁয়ায়

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৭৮১ জন পঠিত

আমীর চারু, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ ভূতুড়ে পরিবেশ খ্যাত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর এবার পরিকল্পিত উন্নয়নের ছোঁয়ায় নান্দনিক সাজে সেজে উঠছে। প্রাণ পেয়েছে সৌন্দর্যময়তায়। শুধু দৃষ্টিনন্দন প্ররিবেশই নয় জীববৈচিত্রেও অপরিসীম ভূমিকা রাখবে এমন উন্নয়নের পরিকল্পনা আর বঙ্গবন্ধু, জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিককে স্মরণীয় করে রাখতে একটি দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের কারিগর হলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ। আর তাকে সার্বিকভাবে সহায়তা দিয়েছে উপজেলাটির নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান।

নান্দনিকতার ছোঁয়ায় উপজেলা পরিষদ চত্ত্বরকে তাঁরা দৃষ্টিনন্দন করে সাজিয়ে তুলছেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই একেএম জাহিদুল হাসান কর্দমাক্ত উপজেলা পরিষদ চত্বরকে পরিকল্পিতভাবে গুছিয়ে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদের প্রচেষ্টায় উপজেলা পরিষদের ভেতরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ভাস্কর্য, আর ভাস্কর্য ঘিরে গোলাকার অর্ধপ্রাচীর নির্মাণ পরিষদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেকখানি। এছাড়া কমপ্লেক্স চত্বরের ২১ একর জমিতে পরিকল্পিত বৃক্ষরোপণ করা হচ্ছে যা বৈশ্বিক উষ্ণায়ন রোধ ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। সৌন্দর্যবর্ধনে নানা প্রজাতির ফুল, লতাপাতাগাছ ছাড়াও রয়েছে প্রায় ৩ হাজার বনোজ, ফলদ ও ভেষজগুণ সম্পন্ন ঔষধি গাছ। এতে সবুজের সমারোহে ভরে উঠছে এ পরিষদটি। আগে সামান্য বৃষ্টি হলেই পরিষদ চত্বরে জলাবদ্ধতার সৃষ্টি হত। এজন্য এক ভবন থেকে অন্য ভবনে যাওয়া দুষ্কর ছিল। তাছাড়া আবাসিক ভবন গুলো ঘিরে বনজঙ্গল, অপরিকল্পিত বৃক্ষাদি, যেখানে সেখানে ঝোপঝাড়, বিষাক্ত ও ক্ষতিকর প্রাণীর আনাগুনা এক ভূতুড়ে পরিবেশ সৃষ্টিকরে রেখেছিল, আর এজন্য উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তার বেশিরভাগ থাকতেন না আবাসিক ভবনগুলোতে।

র্তমান উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদের হাতের ছোঁয়ায় সেই হতশ্রী অবস্থার চিত্র একেবারেই পাল্টে যাচ্ছে। মসৃণ যাতায়াতের জন্য উপজেলা পরিষদ চত্বরের সমস্ত সড়কে আস্তরণ পড়েছে সুদৃশ্য পেভিং টাইলসের। কোয়ার্টারের আবাসিক শিশুদের বিনোদনের জন্য স্থাপিত হয়েছে বিভিন্ন রাইডসযুক্ত মিনি শিশু পার্ক। আর সুশীতল ছায়া আর হিমেল হাওয়ার জন্য তৈরি করা হয়েছে বিস্তীর্ণ উদ্যান। জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নিজস্ব অর্থায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ ১১টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

এগুলোর মধ্যে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিক উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের অভ্যন্তরে মডেল বাগান তৈরী , উপজেলা পরিষদের অভ্যন্তরের পুকুরে গাইড ওয়াল নির্মান, পরিষদের অভ্যন্তরে পুকুর পাড়ের চারিপার্শ্বে ওয়াক ওয়ে নির্মাণ , শিশু পার্ক নির্মাণ, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিক উদযাপন উপলক্ষে ২০০টি স্মারক মগ তৈরী ও বিতারণ , উপজেলা পরিষদের অভ্যন্তরে সিসি ক্যামেরা স্থাপন করা ইত্যাদি। পরিকল্পনার অংশহিসেবে গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে আনুষ্ঠানিকভাবে মডেল বাগানের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে প্রায় ২১ একর জমিতে ৭২ প্রজাতির প্রায় ৩ হাজার উন্নত জাতের ফলদ ও ঔষধি গাছ রোপন করা হবে। ইতোমধ্যেই প্রায় ২ হাজার গাছ রোপন করা হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন, উপজেলা পরিষদ প্রাঙ্গণকে পরিকল্পিতভাবে সাজানোর চেষ্টা করছি। সেই সঙ্গে আমার মেয়াদকাল সময়ের মধ্যে আলফাডাঙ্গা উপজেলাকে একটা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!