বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গন। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গতকাল মানববন্ধন করে দলের পদবঞ্চিত অংশ। এ সময় দলটির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরীর গাড়ি বহর আটকে বিক্ষোভ করে নেতা কর্মীরা। এ সময় আন্দোলন কারীরা কমিটি বাতিলের দাবি জানান।
গতকাল বুধবার বিকেল ৫টার দিকে বোয়ালমারী পৌরসদরের ব্যস্ততম এলাকা চৌরাস্তা মোড়ে পদবঞ্চিত নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে একপর্যায়ে বিক্ষোভকারীরা মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক আংশিকভাবে অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আটকা পড়েন। এসময় বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিতাই রায় চৌধুরী নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম আওয়ামী লীগ পদ পদবিতে থাকা প্রায় ৭০জনকে বিএনপির উপজেলা ও পৌর কমিটিতে অন্তর্ভুক্ত করে নিজের পছন্দমতো কমিটি দিয়েছেন। এতে দীর্ঘদিন দলের জন্য নিবেদিত ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত ও অবমূল্যায়িত হয়েছেন বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির ওয়াপদা মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে পথ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন মিয়া, মফিজুর কাদের মিল্টন খান, জাকির হোসেন চৌধুরী, এনায়েত হোসেন, রইসুল ইসলাম পলাশ, হোসেন সালেহ্ রুবেল প্রমুখ।
Leave a Reply