1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীর সুন্দরী মাদকসহ বোয়ালমারীতে আটক বোয়ালমারীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাপ্তাহিক চন্দনা পত্রিকার পাঠক মেলার মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোয়ালমারী প্রেসক্লাবের মানববন্ধন বোয়ালমারীতে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০ সানোয়ার মেম্বারের কান্ড বোয়ালমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সমুন্নত রাখতে হবে- ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু আল আলী অটো ভাটায় মাটি চোরদের হামলায় ম্যানেজার মারাত্মক আহত রাইসা মনির কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন বোয়ালমারীতে পানিতে ডুবে অজ্ঞাত যুবকের মৃত্যু

একজন সংবাদকর্মীর দিনলিপি -আমীর চারু

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৬১৮ জন পঠিত

করোনা সংক্রমণ রোধে সর্বাধিক কার্যকারী উপাদান সাবান ও হ্যান্ডসেনেটাইজার কেউ নকল উৎপাদন করতে পারে, কখনও কল্পনাও করিনি।

গতকাল এমন একটা সংবাদ জানালো ছোটভাই বোয়ালমারী ক্যাব সভাপতি মহব্বত জান চৌধুরী। সাথে সাথে সিদ্ধান্ত নিলাম যতদ্রুত সম্ভব ওই নকল উৎপাদককে আইনের হাতে তুলে দিতে হবে। কিন্ত সোর্সের তথ্য যাচাই না করে আইনশৃঙ্খলা বাহিনীকে অযাথা হয়রানি করতে চাইলাম না।

সিদ্ধান্ত অনুযায়ী ৩টি মোটরসাইকেলে ৭জন উপস্থিত হলাম নকল কারখানায়। উপজেলা থেকে প্রায় ৮/৯ কিলোমিটার দূরে ময়না ইউনিয়নের রানিদৌলা গ্রামে।

কারখানাটি একটি বাড়ীর উপর, বসত ঘরের সাথে মুদিদোকান, পিছনে কারখানা।আমাদের উপস্থিত টের পেয়ে দোকান বন্ধ করে সবাই দৌঁড়ে পালালো। অভয় দিলাম- আমরা সাংবাদিক, আপনাদের সাথে কথা বলতে চাই।

মহিলারা এগিয়ে এলো। কিন্ত কোন ভাবেই স্বীকার করে না। কিছু সময় পর এলো বাড়ীর মালিক, উৎপাদনকারী তার ছেলে। তিনিও জানালেন, না কিছুই বানানো হয়না।

তথ্যদাতার উপর আস্থা ছিল, সে অনুপাতে কারখানা মালিকের পিতাকে অনুরোধ করলাম- আমাদের একটু ঘরটা দেখার ব্যবস্থা করুন। এর মধ্যে স্থানীয় গ্রাম পুলিশ এসে হাজির, তার সহযোগিতা নিয়ে ডাকিয়ে আনা হলো মুল হোতাকে। প্রায় ১ ঘন্টা পর ঘর দেখাতে রাজি হলো, কিন্ত ততসময় মালামাল মহিলাদের দিয়ে সরিয়ে ফেলেছে অনত্রে।

চোর চুরি করলেও কিছু চিহ্ন রেখে যায়, কিছুই যখন পাচ্ছিলাম না। তখন খাবার ঘরের একপাশে একটি বস্তা আবিষ্কার হলো। মুখ খুলে দেখি প্যাকেট বিশেক ডিটার্জেন্ট পাউডার। আমরা ছবি তোলতে ব্যাস্ত, এই ফাঁকে চোখের নিমেষে উধাও বেচারা। সন্দেহ আরও ঘণিভূত হলো। লেপ তোষকের নিচে পেলাম প্যাকেট করার হিটার। এর মধ্যেই স্থানীয় বেশ কয়েকজন যুবক চড়াও হলো আমাদের উপর। পার্শ্ববর্তী গ্রামের এক অফিসারেরকে দিয়ে আমাদের দেখে নেবারও প্রসন্ন ঝাড়ি ।

তথ্যদাতাকে ফোন করলাম, সে বলল- “আপনাদের বসিয়ে রেখে মাল সরিয়ে ফেলেছে, আশেপাশে খোঁজ নেন পাবেন।”শেষবারের মতো মোবাইলের লাইট জ্বালিয়ে খোঁজ করতেই – টিনে ঘেরা টয়লেটের ভেতর একটা বস্তা পেলাম।
খুলে দেখি হাজার হাজার মোড়ক। বিভিন্ন কোম্পানির নকল মোড়ক।

ফোন করলাম ইউএনও স্যারকে, রাত তখন প্রায় দশটা। স্যার বললেন, “আপনি থাকেন আমি আসছি।”
পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে স্যার সময় নিলেন আধা ঘন্টা। এর মধ্যে বিভিন্ন প্রস্তাব এলো, আমাদের মধ্যে সে প্রস্তাবে কেউ রাজি নয়। স্থানীয় কয়েক বন্ধু সুপারিশ করেই যাচ্ছিল কিন্তু আমি, সুমন আর মহব্বত অনড়। জয়,জাহাঙ্গীর, আব্দুল্লাহ, মিন্টু বলল- “জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের শাস্তি পেতেই হবে।” একজন এসে বলল “আপনারা কষ্ট করে এসেছেন ভাই এইটা রাখেন, স্যার আসলে আমদের এক উর্ধ্বতন অফিসার আছে তাকে দিয়ে ম্যানেজ করবানি।” বললাম “কত?” বলল-“২০।”
বললাম- “রাখেন পরে কথা বলব।”ইউএনও স্যার এলেই সে ব্যক্তিও উধাও! ইচ্ছে ছিল তাকে ধরিয়ে দিবো।স্যার আসার পর আবার তল্লাশি হলো। এবার আরও কিছু বেরিয়ে এলো। প্রায় পনের পদের নকল পণ্য। সব একজায়গায় করে প্রতিটি পণ্যের কয়েকটি আলামত হিসেবে জব্দ করে বাকি নকল পণ্য গুলো আগুনে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন ইউএনও ঝোটন চন্দ স্যার।

আহ, মানুষ একটু ভাল থাকার জন্য, নিজের সন্তানকে ভাল রাখার জন্য, অন্যের সন্তানকে বিষাক্ত জিনিশ খাওয়াতে পারে! ভাবতেই গা শিউরে উঠে!!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!