বোয়ালমারী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) অঞ্চলে আমরা হিন্দু-মুসলমান সবাই ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই। মুসলমানদের মসজিদ কাউকে পাহারা দিতে হয় না। তাহলে মন্দির কেনো পাহারা দিতে হবে? এদেশে আমি যেমন একজন নাগরিক আপনিও একজন নাগরিক। সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই, নিজেদের দুর্বল ভাবলে হবে না। প্রতিরোধ নিজেদেরই গড়ে তুলতে হবে প্রয়োজনে সর্বপ্রকার সহায়তা আমরা করবো।
আওয়ামী লীগের সমালোচনা করে খন্দকার নাসির বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অনেক রামু ও দিনাজপুরসহ দেশের অনেক জায়গায়ই হিন্দুদের বাড়ি ও উপাসনালয়ে হামলা হয়েছিল, হামলাকারীরা আওয়ামী লীগের লোকজন হওয়ায় তাদের বিচার হয়নি। যদি হামলার সাথে বিএনপি জড়িত থাকতো তাহলে শেখ হাসিনা তাদের বিচার করতো।
” তিনি আরও বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হচ্ছে।”
রবিবার বিকেলে বোয়ালমারী উপজেলার পৌর সদরের প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী জর্জ একাডেমী হলরুমে আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব-২০২৫ উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বিভিন্ন পূজা মন্দিরে শুভেচ্ছা উপহার প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি মোট ১২২ টা মন্দির কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আঃ কুদ্দুস শেখ, সদস্য খান আতাউর রহমান, আকরাম হোসেন মিয়া, জেলা যুবদলের সহসম্পাদক ও পৌর সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ইমরান হুসাইন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বোয়ালমারী পৌর শাখার সভাপতি স্বপন কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র দাস, পৌর সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কান্তি বিশ্বাস, পৌর সাংগঠনিক সম্পাদক পুলক সাহা প্রমুখ।
Leave a Reply