বোয়ালমারী প্রতিনিধি: দীর্ঘদিন পর ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাব নতুন সদস্য অন্তর্ভুক্ত করেছে। প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক উপজেলার ১০ সাংবাদিককে প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে অবস্থিত বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে নতুন সদস্য অন্তর্ভুক্ত উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক এবং বিটিভি ও আমার দেশ-এর ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহীম হুসাইন।
বোয়ালমারী প্রেসক্লাবের নতুন সদস্যরা হলেন- ঢাকা টাইমস ও প্রতিদিনের বাংলাদেশ এর উপজেলা প্রতিনিধি আমীর চারু বাবলু, যায়যায়দিন ও দেশ রূপান্তর এর উপজেলা প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার, খোলা কাগজ এর উপজেলা প্রতিনিধি আল মামুন রনি, স্থানীয় পাক্ষিক নজীর বাংলার সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন, খবর পত্র এর উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডট কম এর উপজেলা প্রতিনিধি সনৎ চক্রবর্তী, নয়া দিগন্ত এর উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, সংগ্রাম এর উপজেলা প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম, প্রতিদিনের কাগজ এর উপজেলা প্রতিনিধি মুকুল বসু এবং স্থানীয় সাপ্তাহিক মানব দর্পণ এর সম্পাদক মো. তারিকুল ইসলাম।
নতুন সদস্য অন্তর্ভুক্ত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এবং স্থানীয় বহুল প্রচারিত সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী। প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এম জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী প্রেসক্লাবের সহ-সভাপতি ও সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দিনকাল প্রতিনিধি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি সুমন খান, অর্থ সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি মো. জাকির হোসেন, প্রেসক্লাবের নবাগত সদস্য আমীর চারু বাবলু, দীপঙ্কর পোদ্দার, আল মামুন রনি, হাসান মাহমুদ মিলু, সাইফুল্লাহ নজীর মামুন, সনৎ চক্রবর্তী, ইকবাল হোসেন লিমন, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালের খেয়া এর উপজেলা প্রতিনিধি টুটুল বসু, আমার বার্তা এর উপজেলা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান, গণমুক্তির উপজেলা প্রতিনিধি বিপ্লব আহমেদ প্রমুখ।
পরে বোয়ালমারী প্রেসক্লাবে অন্তর্ভুক্ত নতুন সদস্যদের প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত নিয়োগ পত্র প্রদান করা হয়। এ সময় নবাগত সদস্যদের রজনীগন্ধার স্টিকার দিয়ে বরণ করে নেয়া হয়। শেষে প্রধান অতিথি, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু প্রেসক্লাবের সদস্যদের সম্মানে ডিনারের ব্যবস্থা করেন।
বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নতুন সদস্য অন্তর্ভুক্তি কমিটির সদস্যরা যাচাই বাছাই শেষে আবেদনকৃতদের মধ্যে থেকে উপজেলায় কর্মরত ১০ জন যোগ্যতাসম্পন্নকে প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়েছে।
বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী বলেন, “নতুন অন্তর্ভুক্ত সদস্যরা একদিন আমার মতো প্রেসক্লাবের সভাপতি হতে পারবে। তবে তাদের পেশাগত উৎকর্ষতা ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। আর পেশাগত দায়িত্ব পালনকালে বোয়ালমারী প্রেসক্লাবের কোন সদস্য যদি কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়, তবে প্রেসক্লাব তাদের পাশে থাকবে। প্রেসক্লাবের সব সদস্য এক পরিবারের মতো আমরা মিলেমিশে থাকবো।”
প্রসঙ্গত, ১৯৯১ সালে বোয়ালমারী প্রেসক্লাব স্থাপিত হয়।
Leave a Reply