টাইমস বাংলা ডেস্ক – নদিয়ার দলীয় কর্মসূচি ও প্রশাসনিক বৈঠকের পাশাপাশি শান্তিপুরের রাস উৎসব ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দেখে আবেগে আপ্লুত মুখ্যমন্ত্রী জেলাশাসকদের নির্দেশ দিলেন রাসমেলাকে পর্যটন মানচিত্রে আনার জন্য। ৮ নভেম্বর থেকে নবদ্বীপ ও শান্তিপুরে শুরু হয়েছে রাস উৎসব। তারই মাঝে নদিয়া সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা ও রাজনৈতিক কর্মসূচি শেষ করার পর মুখ্যমন্ত্রী সোজা চলে যান শান্তিপুরের রাস মেলায়। সেখানে বিখ্যাত বিজয় গোস্বামীর বাড়ি যান রাস উৎসব দেখতে। পুজো দেখে তিনি বলেন, ‘সব গোস্বামীর আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শান্তিপুরে রাসে বৈচিত্র্যের মধ্য়ে ঐক্যর সুর বেঁধে দেওয়া হয়েছে।’ এর পর মুখ্যমন্ত্রী বলেন,’জেলাশাসককে বলব রাস মেলাকে ট্যুরিজম ডেস্টিনেশন ম্যাপে আনুন। পর্যটন দফতরের সঙ্গে কথা বলুন।’ প্রসঙ্গত, শান্তিপুরের রাস উৎসব ৫০০ বছরেরও বেশি পুরনো। মমতা বিজয় গোস্বামী বাড়ি ঘুরে দেখার সময় বলেন, ‘এটি একটি ঐতিহাসিক বাড়ি। চৈতন্যদেবের প্রধান্য রয়ে গিয়েছে। বিভিন্ন রূপে সকলের পুজো হল আমি সবটাই ঘুরে দেখবো।’ গোস্বামী বাড়ির ব্রজ কিশোর গোস্বামী বলেন, ‘২০১৬ সাল থেকে মুখ্যমন্ত্রীকে রাস উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আসছি। এবার তিনি এলেন।’