টাইমস বাংলা ডেস্ক – পঞ্চায়েত নির্বাচনের আগে নদিয়ার দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে গুরুত্ব পদক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের মধ্যে যাতে কোন ভুল বোঝাবুঝি তৈরি না হয় তার জন্য একটি সমন্বয় কমিটি তৈরি করে দিলেন তিনি। যে সমন্বয় কমিটিতে থাকবেন সাংসদ মহুয়া মৈত্র,জেলার সমস্ত বিধায়ক এবং জেলা পরিষদের সভাপতি। কৃষ্ণনগরে জনসভা থেকে তৃণমূলের সর্বময় নেত্রীর সাফ বার্তা, ‘দলের মধ্যে কোন রকম ঝগড়া-অশান্তি চলবে না। আমি সমন্বয় কমিটি করে দিয়ে গেলাম। আপনারা যখন যে ব্লকে যাবেন সেই ব্লকের সাবইকে ডেকে নেবেন। এটা আমার গ্রুপ ওটা ওর গ্রুপ। এটা মনে রাখবেন, এ আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার। একে ভাঙা যাবে না।’ এ প্রসঙ্গে মমতা বিধায়কদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, ‘আমি এমএলএ-দের বলছি। নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করবেন না। যে যে ঝগড়া করবেন তাঁদের আমি পার্টিতে স্থান দেব না।’ তাঁর কথায়, ‘কে বড় হনু! আমি না মানুষ। মানুষ না থাকলে আমি জিরো। সিম্বল না থাকলে আমি জিরো। আমি রোজ তৃণমূল কংগ্রেসের সিম্বলকে নমস্কার করি তবে ঘর থেকে বেরোই…”যাঁর ইগো থাকবে বাড়িতে বসে যান কাজ করবার দরকার নেই। যার স্বতস্ফুর্তা তাঁরা এগিয়ে আসুন। আপনারাই হাল ধরুন।’ এর পাশাপাশি নতুন-পুরনোদের এক জোট হয়ে দল চালানোর বার্তা দেন তিনি।