টাইমস বাংলা ডেস্ক -বিজেপির প্রাক্তন সভাপতি তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর ৯৫তম জন্মদিন উপলক্ষে আজ তাঁর বাসভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর হাতে ছিল লাল গোলাপের তোড়া। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও যান আডবাণীর বাসভবনে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আডবাণীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠান। আডবাণীর বাসভবনে মোদী ও রাজনাথের সফরের একটি ভিডিয়ো প্রকাশ করে সংবাদ সংস্থা এএনআআই। সেখানে দেখা যায় তিন নেতা বসে কথা বলছেন। তাঁদের মুখে হাসি।
এদিকে আডবাণীর বাড়িতে যাওয়ার বিষয়ে রাজনাথ সিং টুইট করে লেখেন, ‘শ্রদ্ধেয় আডবাণীজির বাসভবনে গিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। ঈশ্বরের কাছে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’ এদিকে এক টুইট বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘আডবাণীজি সরকারে থাকাকালীন দেশের উন্নয়নে অমূল্য অবদান রেখেছিলেন।’ এদিকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরিও আডবাণীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁকে ‘অনুপ্রেরণার উৎস’ বলে অভিহিত করেছেন। এদিকে ইউপিএ জমানায় ২০১১ সালে দুর্নীতি এবং কালো টাকার বিরুদ্ধে আডবাণী যে ‘জন চেতনা যাত্রা’ করেছিলেন তা স্মরণ করিয়ে দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi visited the residence of veteran BJP leader LK Advani to greet him on his birthday.
(Source: DD) pic.twitter.com/CXGstXfcoU
— ANI (@ANI) November 8, 2022
প্রসঙ্গত, ১৯২৭ সালে করাচিতে জন্মগ্রহণ করেছিলেন আডবাণী। অল্প বয়সেই তিনি আরএসএস-এ যোগদান করেন। পরে জনসংঘের জন্য কাজ করেন। ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। দীর্ঘ কয়েক দশক প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পাশাপাশি তিনিই ছিলেন দলের মুখ। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সমর্থনে ১৯৯০ সালে আডবাণীর ‘রথযাত্রা’কে রাজনৈতিক বিশেষজ্ঞরা জাতীয় রাজনীতিতে একটি যুগান্তকারী মোড় বলে মনে করেন। তবে জাতীয় রাজনীতিতে মোদীর উত্থানের পর পর্দার আড়ালে চলে যান আডবাণী। এখন দলের মার্গদর্শক হলেও সক্রিয় রাজনীতিতে আর অংশ নেন না তিনি।