টাইমস বাংলা ডেস্ক – দীপাবলির ১৫ দিন পর পালিত হয়ে থাকে দেব দীপাবলি। সেই উপলক্ষে গত সন্ধ্যায় ১০ লাখ প্রদীপ জ্বালানো হল কাশীর ৮০টিরও বেশি ঘাটে। বারাণসীতে ফুল ব্যবহারে সাজসজ্জার বিশ্ব রেকর্ড তৈরি হয় বলে দাবি করা হয় রিপোর্টে।
দেব দীপাবলি উপলক্ষে কাশী বিশ্বনাথ ধামকে ফুল ও বিশেষ আলো দিয়ে সাজানো হয়। ৮০ লাখ ফুলের ব্যবহার হয় কাশীর সাজ সজ্জায়। যা নতুন একটা বিশ্ব রেকর্ড তৈরি করেছে এদিন।
বারাণসীতে গঙ্গার পশ্চিম উপকূলের ৮৪টি ঘাটে গত সন্ধ্যায় ১০ লাখ প্রদীপ জ্বালানো হয়। পাশাপাশি গঙ্গার পূর্ব উপকূলেও ২ লাখ প্রদী জ্বালানো হয়। এছাড়া বারাণসীর দশাশ্বমেধ ঘাটে অমর জ্যোতি প্রদীপ জ্বালানো হয়। সেখানে সবাই প্রদীপ দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী নেরন্দ্র মোদী টুইট করে লেখেন, ‘এই দৃশ্য বিস্ময়কর, অদ্ভূত এবং অলৌকিক। কাশীর এই ছবি দেখে আমি শিহরিত। প্রাচীন ও পবিত্র শহরের এই ছবিগুলি দেখুন আপনারাও।