টাইমস বাংলা ডেস্ক – ছুটি কাটাতে অনেকেই এখন পাহাড়মুখী। এনজেপিতে ট্রেন থেকে নামছেন পর্যটকরা। ট্রেন জার্নির ধকল চোখে মুখে। এবার পাহাড়ের দিকে রওনা দেবেন। পাহাড়ে দেখার জন্য মন একেবারে মুখিয়ে আছে। আর তখনই দেখলেন এনজেপিতে ওভারব্রিজের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বাস্তবিকই এবার যেন পর্যটকদের জন্য বাড়তি পাওনা। কার্যত এনজেপিতেই বরফের মুকুট পরে হাজির শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। ঠিক যেন পাহাড় ডাকে আজ আমায়! মনের মধ্যে চেপে রাখা খুশিটা যেন আরও কয়েকগুণ বাড়়িয়ে দেয় এই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। তবে গত দুবছর ধরে করোনাবিধির জেরে পর্যটকরা সেভাবে পাহাড়মুখী হতে পারেননি। এবার একেবারে অন্য ছবি। পর্যটকের ঢল নেমেছে পাহাড়ে, ডুয়ার্সে। আর এনজেপিতে ট্রেন থেকে নামা পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এনজেপিতে ট্রেন থেকে নামার পরে ঝকঝকে নীল আকাশের ক্যানভাসে এই দৃশ্য নিঃসন্দেহে পর্যটকদের কাছে বড় পাওনা। তবে আকাশ পরিষ্কার থাকলে শিলিগুড়ির মাটিগাড়া, মহানন্দা ব্রিজ, হিলকার্ট রোড থেকেও পাহাড় দেখা যায়। সে এক অদ্ভূত অনুভূতি। শিলিগুড়ি শহরের যানজট, ব্য়স্ততা, হইহট্টগোল আর তার মাঝেই ওই দূরে দেখা যায় পাহাড়ের চুড়া। শিলিগুড়িবাসী অনেকেই পুজোর পর পরই এই ছবি দেখতে পান। তবে শুধু এনজেপি নয়, আকাশ সহায় থাকলে উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে পাহাড় দেখার অভিজ্ঞতা রয়েছে অনেকেরই। এমনকী রায়গঞ্জ, ধূপগুড়ি থেকেও পাহাড় দেখে উল্লসিত হন আমজনতা।