টাইমস বাংলা ডেস্ক – পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। গুলির আঘাতে ইমরান খান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জিও নিউজের খবর অনুযায়ী, পাকিস্তানের গুজরানওয়ালায় আল্লাহওয়ালা চকে এই ঘটনা ঘটেছে বলে খবর। ইমরানের উপর এই ঘাতক হামলার ঘটনাটি ঘটেছে একটি সমাবেশে, যাতে মোট ৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, গুলি ইমরানের পায়ে লেগেছে। ইমরান ছাড়াও আহত হয়েছেন ফয়জল জাভেদ। ঘটনার পরেই সঙ্গে সঙ্গে ইমরন খানকে একটু বুলেট প্রুফ গাড়িতে স্থানান্তরিত করা হয়। ঘটনার একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, ফায়ারিং ঘটার ঠিক পরেই ইমরানকে সঙ্গে সঙ্গে বুলেট প্রুফ গাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়। এর আগে রিয়েল ফ্রিডম র্যালি চলাকালীন ইমরান একটি ওপেন-টপ গাড়িতে করে যাচ্ছিলেন। ইমরানকে কেন্দ্র করে বহুদিন থেকেই উত্তাল পাকিস্তান, উত্তাল পাক-রাজনীতি। বেশ কিছু আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে হয়েছে ইমরানকে। ইমরান বিরুদ্ধে তোষাখানা কেলেঙ্কারির তদন্ত চলছে। তাঁর বিরুদ্ধে অভিযোগক, প্রধানমন্ত্রী থাকাকালীন বহু দামি উপহার পেয়েছিলেন ইমরান খান। সেইসব উপহার সরকারি খাজাঞ্চিখানায় জমা দেওয়ার কথা। তা তো করেনইনি ইমরান, উপরন্তু সেইসব উপহার সম্পর্কে মিথ্যে তথ্য দিয়েছিলেন সরকারকে। কোনও কোনও উপহার বিক্রি করে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। পাকিস্তানের বৈদেশিক নীতি ও দেশের অর্থনীতির হাঁড়ির হালের জন্যই গদি যায় ইমরান খানের। তাঁর জোটসঙ্গীরাই আস্থা ভোটে তাঁর বিরুদ্ধে ভোট দেন। তবে ক্ষমতা হারিয়েও ক্ষমতায় ফেরার সলতে পাকাচ্ছিলেন পাক কিং খান। কিন্তু আগামী ৫ বছর কোনও নির্বাচনে লড়াই করতে পারবেন না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান– এমনই ঘোষণা করেছে সেদেশের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই ঘোষণায় প্রবল বিপাকে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি। কমিশনকে গালমন্দ করার পাশাপাশি সরকার পক্ষের দাবি, গন্ডগোল পাকানোর চেষ্টা করছে কিং খানের দলের নেতারা। পরিস্থিতি আন্দাজ করে যেসব জায়গায় ইমরান খানের শক্তি বেশি সেইসব অঞ্চলে কড়া পুলিসি টহলও শুরু করেছে সরকার।