টাইমস বাংলা ডেস্ক – রাজ্যের জেলাগুলোর আবহাওয়া আগামী কয়েকদিন প্রধানত শুষ্ক থাকবে। উত্তর পশ্চিম ভারতের ঠাণ্ডা হাওয়া প্রবেশ করছে রাজ্যে। এর জন্য শীতের অনুভূতি মিলছে। আগামী পাঁচ দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই। পাশাপাশি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তা ১ ডিগ্রি কম। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তা ২ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন ভোরের বেলায় শিরশিরানি হাওয়ায় হালকা শীত অনুভূত হবে। তবে বেলা বাড়তেই গুমোট পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
এদিকে উত্তরবঙ্গে দার্জিলিঙের তাপমাত্রা একধাক্কায় নেমেছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। তাই অস্বস্তিকর গরম পড়বে না পাহাড়ে। এদিকে রোদ ঝলমলে আকাশের কারণে পর্যটকরা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘাও। এছাড়া উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া আপাতত শুকনো থাকবে। দিন ও রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।তবে এখনও রাজ্যে পাকাপাকি ভাবে শীত আসতে দেরি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে আগামী কয়েকদিন কলকাতার তুলনায় রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কম থাকবে।