টাইমস বাংলা ডেস্ক – একমাসে সব পুজো। আর তার জেরে খরচও হয়েছে মধ্যবিত্ত মানুষজনের। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পর একই মাসে ভাইফোঁটা। কিন্তু ততক্ষণে অক্টোবর মাস শেষের পথে। সুতরাং পকেট প্রায় গড়ের মাঠ। তাহলে কি আতিথেয়তায় কার্পণ্য করতে হবে? পঞ্জিকা মতে, ভাইফোঁটার দ্বিতীয়া তিথি শুরু বুধবার দুপুর থেকে। আবার শুক্লপক্ষের রীতি মেনে বৃহস্পতিবারই ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেবেন বোনেরা। আর কলকাতার বাজারগুলিতে সব জিনিসেরই দাম বেশ চড়া। উত্তর কলকাতার হাতিবাগান থেকে নিউ মার্কেট বা দক্ষিণ কলকাতার গড়িয়াহাট—সর্বত্র ঢিমেতালে চলছে কেনাকাটা। ভিড় দেখা গেল না। তবে শপিংমলগুলিতে একটু ভিড় দেখা গিয়েছে। তাহলে কি বাঙালি মুখ ফেরাচ্ছে পুরনো বাজারগুলি থেকে? এই বিষয়ে কিছু দোকানদাররা বলছেন, ‘শপিং মলে ভিড় মানেই যে সবাই কেনাকাটা করছেন তা নয়। ওখানে কেউ সিনেমা দেখতে যান আবার কেউ খেতেও যান। সেখানে যাঁরা কেনাকাটা করেন, তাঁদের বেশিরভাগই আমাদের খরিদ্দার নন। আমাদের কাছে যাঁরা কিনতে আসেন, তাঁদের বড় অংশের চলে মাস মাইনে থেকে। ভাইফোঁটা পড়েছে মাসের শেষে। তাই কাস্টমারদের আনাগোনা কম।’ কোলে মার্কেটের গেটের মুখে ক্যাপসিকাম নিয়ে বসেছিলেন এক বিক্রেতা। পাঁচ কেজির দাম হাঁকলেন ৪৫০ টাকা। অর্থাৎ পাইকারি দরই ৯০ টাকা। বাজারে কাঁচা আম কেজি প্রতি ১৪০ টাকা, বিনস ৭০ টাকা, ডাঁটা ১০০ টাকা, মটরশুঁটি ২০০ টাকা, নতুন আলু ৪০ টাকা আর বেগুন ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। খোলা বাজারে এগুলির দাম আজ বুধবার থেকে দ্বিগুণ হচ্ছে। ফ্রায়েড রাইস বা অন্য কোনও বাহারি পদ রাঁধতে এই উপকরণগুলি যে অতি জরুরি। মাছের বাজারে পাবদা, গুরজালি বা পমফ্রেটের দর ৫০০ টাকা কেজি দর। আর গলদা চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা। ভেটকির ফিলে হাজার টাকার নীচে নেই। মুরগির দর শুধু ২৫০ টাকার আশপাশে।