টাইমস বাংলা ডেস্ক – গরুপাচারকাণ্ডের তদন্তে মঙ্গলবারও বোলপুরে জারি রইল সিবিআইয়ের সক্রিয়তা। এদিন অনুব্রত মণ্ডলের দিদির বাড়িতে হানা দেন গোয়েন্দারা। অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষ ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। আগেই তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। এবার সটান তাঁর বাড়িতে হাজির হলেন তদন্তকারীরা। বোলপুরের গুরুপল্লিতে থাকেন অনুব্রতর দিদি শিবানী ঘোষ। মঙ্গলবার বিকেলে রতনপল্লির গেস্ট হাউজ থেকে গাড়ি করে সেখানে যান সিবিআইয়ের কয়েকজন আধিকারিক। শিবানীদেবীর ছেলে রাজা ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। সেই সময় প্রাথমিকে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এমনকী অনুব্রতর মেয়ে সুকন্যার টেট পাশ সার্টিফিকেট না থাকলেও তিনি চাকরি পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে এদিন শিবানীদেবীর বাড়ি থেকে গোয়েন্দারা কী তথ্য জোগাড় করেছেন তা জানা যায়নি। এছাড়া এদিন অস্থায়ী সিবিআই ক্যাম্পে ঢুকতে দেখা যায় জেলার পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান। প্রায় ২০ মিনিট সেখানে ছিলেন তিনি। তবে তিনি কেন সেখানে এসেছিলেন তা জানা যায়নি। সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়ে যান তিনি। এছাড়া এদিন সিবিআই দফতরে হাজিরা দেন এক বেসরকারি ব্যাঙ্কের আধিকারিক। সঙ্গে ছিল প্রচুর নথি।