টাইমস বাংলা ডেস্ক – অক্টোবর মাসেই স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের ডাকা বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে ওই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা এবং ডিজি মনোজ মালব্য। আজ, মঙ্গলবার নবান্নের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। এই মাসেই হরিয়ানার সূর্যকুণ্ডে সব কটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমন্ত্রিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, আগামী ২৭–২৮ অক্টোবর সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে হরিয়ানার বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণ পৌঁছেছে নবান্নে। আর এই বৈঠকে পৌরহিত্য করবেন স্বয়ং অমিত শাহ। বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সেই বৈঠকে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। এই বৈঠকের নাম চিন্তন শিবির। সেখানে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সেই বৈঠকে যোগ দেওয়া সম্ভব হবে না বলেই নবান্ন সূত্রে খবর। উল্লেখ্য, একবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, নরেন্দ্র মোদী অনেক ভাল অমিত শাহের থেকে। তিনি ইডি–সিবিআই লাগাচ্ছেন না। আবার একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি–তে রাখার জন্য। বিসিসিআই সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘অমিত শাহের ছেলে যদি পদে থাকতে পারেন তাহলে সৌরভ নয় কেন?’ এটাও না যাওয়ার কারণ বলে অনেকে মনে করছেন।