টাইমস বাংলা ডেস্ক – সৌরভকে কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়নি? কেন শাহরুখকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর? বল ছুঁড়লেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। শাহরুখকে বাদ দিয়ে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভকে করার ব্যাপারেও সওয়াল করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেশের ক্রিকেট রাজনীতিতে যখন ফের সামনে আসছে সৌরভের নাম, তখন বাংলায় একেবারে মোক্ষম প্রশ্ন তুলে দিলেন বিজেপির মুখপাত্র। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগে শাহরুখ খানকে সরান। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে? শাহরুখ খান কেন থাকবেন? সেখানে সৌরভের থাকা দরকার। আগে সেটি করতে বলুন। বেশি রাজনীতি করতে বারণ করুন। শমীক বলেন, শাহরুখ খানকে কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে? কেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়নি? শাহরুখকে বাদ দিয়ে সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার পক্ষে সওয়াল করেন বিজেপি নেতৃত্ব। নিয়োগের দুর্নীতি থেকে মুখ ঘোরানোর জন্য এই বিতর্ক সামনে আনছেন মুখ্যমন্ত্রী, এমনটাও দাবি বিজেপি নেতৃত্বের। এদিকে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত মহারাজের পাশে দাঁড়িয়ে স্ট্রেট খেলার চেষ্টা করেন মমতা। তাঁর অভিযোগ, অন্যায়ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট পদ থেকে সরানো হয়েছে। সেইসঙ্গে সৌরভকে যাতে আইসিসিতে পাঠানো হয়, সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জিও জানান মমতা।