টাইমস বাংলা ডেস্ক – নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার হতে হল তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্যকে। জানা গিয়েছে, মানিককে গ্রেফতার করার আগে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কর্তারা আইনি পরামর্শ নিয়েছিলেন। এরপরই গভীর রাত ১টার সময় মানিককে জানানো হয়েছিল যে তাঁকে গ্রেফতার করা হচ্ছে। জানা গিয়েছে, সুপ্রিম রক্ষাকবচ আদতে সিবিআই-এর ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এদিকে সমন্তরাল ভাবে এই মামলার তদন্ত করছিল ইডি। তবে ইডির গ্রেফতারির উপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করেনি শীর্ষ আদালত। এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিককে আজই আদালতে পেশ করা হবে। ধৃত মানিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর বয়ানে অসঙ্গতি রয়েছে এবং তদন্তে সহযোগিতা করছেন না তিনি। কোন কোন পথে নিয়োগ হয়েছে, কত দূর দুর্নীতির বীজ লুকিয়ে, কারা এই দুর্নীতিতে যুক্ত, কীভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে, এ সংক্রান্ত যাবতীয় তথ্য মানিকের কাছে জানতে চেয়েছিল ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে নথি জমা দিয়েছেন, সেখানে একাধিক গরমিল রয়েছে। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চেয়ারম্যান পদ থেকে মানিককে সরানো হয়েছিল এবং তাঁর–সহ পরিবারের সদস্যদের সম্পত্তির খতিয়ান হলফনামা আকারে জমা দিতে বলা হয়েছিল। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি ডিভিশন বেঞ্চে যান মানিকবাবু। কিন্তু ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে।