টাইমস বাংলা ডেস্ক – এইমস-এ বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রী দানার নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল বেশ কয়েক মাস আগে। এই আবহে এইমস দুর্নীতির মামলার তদন্ত শুরু করে সিআইডি। মৈত্রীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবার মৈত্রীর বাবা তথা বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে তলব করল সিআইডি। এই মামলায় বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসুয়া ঘোষের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। কয়েক মাস আগে বিজেপি’র বনগাঁ সাংগঠনিক জেলার নেতা পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখে অভিযোগ করেছিলেন, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ দুর্নীতি করে আত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছে। চিঠিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কথাও উল্লেখ করা হয়েছিল। সেই চিঠির সূত্র ধরেই দুর্নীতির অভিযোগ সামনে আসে। পরে কল্যাণী থানায় এই নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপরই তদন্ত শুরু করে সিআইডি। অভিযোগ, কল্যাণী এইমস হাসপাতালে বিজেপি বিধায়ক নীলাদ্রি কন্যা মৈত্রী দানা চাকরি পেয়েছেন পরীক্ষা না দিয়েই। ডেটা এন্ট্রি অপারেটর পদে মাসিক ৩০ হাজার টাকা বেতনের যে চাকরিটি মৈত্রীকে পাইয়ে দেওয়া হয়েছে তাতে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষেরও হাত রয়েছে বলে অভিযোগ। কল্যাণী থানায় এই দুর্নীতি নিয়ে অভিযোগ দায়ের করেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। বিধায়ক কন্যার নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যক্তি।