টাইমস বাংলা ডেস্ক – থাইল্যান্ডের বিরুদ্ধে এশিয়া কাপের শেষ লিগ ম্যাচে শুধু জয় নয়, বরং নিজেদের সর্বকালীন রেকর্ড গড়ে জয় তুলে নেয় ভারতের মহিলা ক্রিকেট দল। শুরুতে বল করে থাইল্যান্ডকে মাত্র ৩৭ রানে আটকে রাখে ভারত। পরে ব্যাট করতে নেমে তারা পাওয়ার প্লে-র ৬ ওভারেই ম্যাচ জিতে যায়। সুতরাং ১৪ ওভার, অর্থাৎ ৮৪ বল বাকি থাকতে ম্য়াচ জেতেন স্মৃতি মন্ধনারা। উল্লেখযোগ্য বিষয় হল, অবশিষ্ট বলের নিরিখে এটিই ভারতের সব থেকে বড় ব্যবধানে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের রেকর্ড। এর আগে কখনও এত বল বাকি থাকতে ভারত কোনও মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতেনি। ভারতের আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০১৯ সালে সেন্ট লুসিয়ায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫৭ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিলেন হরমনপ্রীত কউররা। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১০.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১০৪ রান তুলে নেয়। এছাড়া ২০২১ সালে লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৪ বল বাকি থাকতে মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতে ভারত। ২০১৪ সালে কক্স বাজারে বাংলাদেশের বিরুদ্ধে ৪৫ বল বাকি থাকতে টি-২০ ম্যাচ জেতে ভারতের মহিলা ক্রিকেট দল।
অন্যভাবে দেখলে, রান তাড়া করতে নেমে ভারতের এটিই সব থেকে কম বলে ম্যাচ জয়ের রেকর্ড। এর আগে ভারতের মহিলা ক্রিকেট দল কখনও কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ ১০ ওভারের মধ্যে জিতে নিতে পারেনি।