টাইমস বাংলা ডেস্ক – প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা লোকসভা সাংসদ মুলায়ম সিং যাদব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বেশ কয়েকদিন ধরেই অসুস্থ অবস্থায় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি তাঁর মূ্ত্রনালীতে সংক্রমণ দেখা দিয়েছিল। ধারাবাহিক চেষ্টা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। টুইট বার্তায় মোদী লেখেন,‘মুলায়ম সিং যাদবজি উত্তরপ্রদেশ এবং জাতীয় রাজনীতিতে নিজেকে আলাদা করে প্রতিষ্ঠা করেছিলেন। জরুরি অবস্থার সময় তিনি গণতন্ত্রের হয়ে একজন গুরুত্বপূর্ণ সৈনিকের ভূমিকা পালন করেছিলেন। দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি একটি শক্তিশালী ভারত গড়ে তোলার জন্য কাজ করেন। তাঁর সংসদীয় বক্তৃতা ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ। জাতীয় স্বার্থকে এগিয়ে নেওয়ার উপর জোর দিতেন তিনি।’ মুলায়মের রাজনৈতিক গুরু ছিলেন সংযুক্ত সোশালিস্ট পার্টির নেতা নত্থু সিং। দুই জনের প্রথম আলাপ কুস্তির আখাড়ায়। মুলায়ম সিং সেখানে কুস্তি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। মুলায়মের কুস্তিতে মুগ্ধ হয়েছিন নত্থু। এরপর ১৯৬৭ সালে ভোটের ময়দানে প্রথমবার পা রাখলেন মুলায়ম। উত্তরপ্রদেশ থেকে ১০ বার বিধায়ক নির্বাচিত হন তিনি। সোমবার সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে উত্তরপ্রদেশে তিন দিনের শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী বলেন, ‘তাঁর শেষকৃত্যের জন্য পূর্ণ রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হবে।’