টাইমস বাংলা ডেস্ক – কেন্দ্রের চাপে আরও এক প্রকল্পের নাম বদলাতে বাধ্য হল মমতা সরকার। কেন্দ্রের দেওয়া নামে ফিরল প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা প্রকল্প। এই প্রকল্পের নাম বাংলা মাতৃ বন্দনা রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার জেরে সম্প্রতি এই প্রকল্পে টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্র। প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা প্রকল্পের অধীনে প্রথমবার গর্ভবতী মহিলারা মোট ৫,০০০ টাকা করে পেয়ে থাকেন। সরাসরি প্রসূতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠায় কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দফতর। অভিযোগ, সেই প্রকল্পের নাম বদলে বাংলা মাত্রু প্রকল্প দিয়েছিল তৃণমূল সরকার। যার জেরে গত কয়েক মাস ধরে টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্র। কেন্দ্রের তরফে চিঠি দিয়ে রাজ্যকে স্পষ্ট জানানো হয়, কেন্দ্রের দেওয়া নামে প্রকল্প না চালালে পাঠানো হবে না টাকা। এর পরই কার্যত বাধ্য হয়ে কেন্দ্রের দেওয়া নামে প্রকল্প চালাতে রাজি হয় রাজ্য সরকার। প্রকল্পের ফর্ম ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম বদল করা হয়। কাটে জটিলতা। বিষয়টি নিয়ে কেন্দ্রকে রাজ্য সরকার পুজোর আগেই নিশ্চিত করেছিল। তার পরই পুজোর মধ্যে প্রসূতিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬০ কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র। পুজোর মধ্যে হাতে টাকা পেয়ে খুশি মায়েরাও। শুধু প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা প্রকল্প নয়, একাধিক প্রকল্পের নাম বদল নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত চলছে। কেন্দ্রের দাবি, প্রকল্পের অধিকাংশ টাকা তারা দিলেও রাজ্য সরকার তাদের দেওয়া নাম ব্যবহার করছে না। কেন্দ্রের প্রকল্পগুলি এমন ভাবে পেশ করা হচ্ছে যেন তার গোটা খরচ বহন করছে রাজ্য।