টাইমস বাংলা ডেস্ক – বিজেপি নেতারা এখন বলে চলেছেন ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলে দেওয়া হবে। সেটা শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদারের গলায় প্রায়ই শোনা যাচ্ছে। শুধু ব্যতিক্রম দিলীপ ঘোষ। এখন বিজেপির অন্দরেই জুজু দেখাচ্ছে এই ডিসেম্বর মাস। কারণ এই ডিসেম্বর মাসেই রাজ্য–বিজেপির অন্দরে ব্যাপক রদবদল হবে। তার জেরে বহু শীর্ষনেতার পদ চলে যেতে পারে বলে সূত্রের খবর। এখানের যে রিপোর্ট সুনীল বনসল এবং মঙ্গল পাণ্ডে নয়াদিল্লিকে দিয়েছেন তার ভিত্তিতেই এই ব্যাপক রদবদল হতে চলেছে বলে সূত্রের খবর। সম্প্রতি সুনীল বনসল ঘরোয়া বৈঠকে বলেছিলেন, বঙ্গ–বিজেপিতে দেখছি শুধুই নেতা। কর্মী নেই। তারপরই নিজের তৈরি রিপোর্ট তিনি দিয়েছেন জেপি নড্ডাকে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে খবর, ডিসেম্বর মাসে ব্যাপক পরিবর্তন আসবে রাজ্য বিজেপিতে। তাতে রাজ্য বিজেপি নেতৃত্বের গোটা কাঠামোটাই পালটে যেতে পারে। তবে কাদের পদ চলে যাবে আর নতুন কারা আসবে তা নিয়ে কেউ মুখ খোলেননি। সুতরাং ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলা তো দূরের কথা নিজেদের পদ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন মুরলিধর সেন লেনের কর্তারা। নামপ্রকাশে অনিচ্ছুক এক আদি বিজেপি নেতা বলেন, ‘দেখুন কী হয়। কাদের চুপসে যেতে হয়।’ এই বিষয়ে সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ বলেন, ‘ডিসেম্বর মাসে সাংগঠনিক নির্বাচন হবে। আমাদের রাজ্যেও হতে পারে। সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন। গত বছর বিধানসভা নির্বাচন ছিল। তাই সাংগঠনিক রদবদল হয়নি। সেটি বকেয়া রয়েছে।’ আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বলেন, ‘সাংগঠনিক ক্ষেত্রে নির্বাচন এবং রদবদল যা হবে, সবটাই কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন।’