টাইমস বাংলা ডেস্ক – রাত পোহালেই দুর্গাপুজোর কার্নিভ্যাল। আর তা নিয়ে এখন মেতে উঠেছে কলকাতার রেড রোড। আবার প্রতিটি জেলায় হবে এই কার্নিভ্যাল। তাই এখন শহর থেকে জেলা কার্নিভ্যালের জন্য প্রস্তুতি তুঙ্গে উঠেছে। তবে এখানেই শেষ হচ্ছে না উৎসবের মরশুম। এই কার্নিভ্যালের পরই বিজয়া সম্মিলনীর আয়োজন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, শনিবার রেড রোডে কার্নিভ্যাল। আর সম্ভবত ১২ অক্টোবর বুধবার মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী হবে বলে জানা যাচ্ছে। বিজয়া সম্মিলনী আগামী বুধবার হতে চলেছে। সেখানে শিল্পমহলের বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেখানে আসবেন। এমনকী অভিনেতা–অভিনেত্রীরা সেখানে হাজির হতে পারেন বলে সূত্রের খবর। তবে ইতিমধ্যেই কালীঘাটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজয়া সেরেছেন জেলা এবং রাজ্যস্তরের বহু তৃণমূল কংগ্রেস নেতা–মন্ত্রী। মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। বিজয়া সম্মিলনীর পর মুখ্যমন্ত্রীর জেলা সফরে যাবেন বলে সূত্রের খবর। করোনাভাইরাসের জেরে দু’বছর হয়নি রেড রোডে কার্নিভ্যাল। এবার ইউনেস্কোর স্বীকৃতি মিলেছে। তাই এবারের কার্নিভ্যাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শনিবার বিকেলে গোটা দেশের নজর থাকবে এই কার্নিভ্যালে। তবে বিশ্ব বাংলা সম্মান পেলেও একডালিয়া এভারগ্রিন এবার কার্নিভ্যাল অংশ নিচ্ছে না। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।