টাইমস বাংলা ডেস্ক -আজ, বুধবার বিজয়া দশমী। এই উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দুর্গাপুজোর শুরুতে তাঁকে রাজপথে দেখা গিয়েছিল। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। তাতে আপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। তাই বর্ণাঢ্য শোভাযাত্রা করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার দুর্গাপুজো শেষ। বিজয়ার মিষ্টি মুখ দিয়েই মাকে বিদায় করতে হবে। এই পরিস্থিতিতে একটি ভিডিয়ো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আজ, বুধবার এক ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের সকলকেই জানাই শুভ বিজয়া, দশেরা। বিশেষ করে মাতৃপুজোর আরাধনা। নিশ্চয়ই বিজয়া দশমীতে আমাদের মন খারাপ হয়। কিন্তু মা আবার আসবেন বলে, আমরা উৎসাহিতও হই। এটা মা’র চলে যাওয়া নয়। মা আমাদের হৃদয়ের মধ্যেই থাকেন। তাই মিষ্টিমুখে একটাই চাওয়া, সবাই যেন মিষ্টি থাকে। সবাই যেন ভাল থাকে। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে।’
ইতিমধ্যেই গঙ্গার একাধিক ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে। রীতি অনুযায়ী, দর্পণে হয় দেবীর নিরঞ্জন। আর তারপরেই শুভ বিজয়া শুরু হয়ে যায়। মিষ্টি মুখ করিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান। উমা কৈলাসে ফিরে যাওয়ার আগে শিব–ঘরণীকে বরণ করে নেন মহিলারা। এটাই বাংলার রীতি। মেতে ওঠেন সিঁদুর খেলায়। কোলাকুলি থেকে মিষ্টিমুখ—চির পরিচিত দৃশ্য।
উল্লেখ্য, এবার করোনাভাইরাসের দাপট না থাকায় পুজোমণ্ডপে নেমেছিল মানুষের ঢল। চতুর্থী থেকে রাস্তায় মানুষ বেরিয়ে পড়েছিল। তারপর একে একে কেটে গেল উৎসবের দিনগুলি। যতই এগিয়েছে ততই বেড়েছে মানুষের ঢল। সারারাত রাস্তায় মানুষকে দেখা গিয়েছে। এ যেন ভিড়ের লড়াই। বৃষ্টির ভ্রুকূটিকে উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষজন। আর আজ, তাঁদের মন খারাপ। কেটে গেল দুর্গাপুজো।